Advertisement
Advertisement

তিন তালাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করবে কেন্দ্র

কয়েকদিন আগেই এ বিষয়ে সরকারের কাছে মতামত চেয়েছিল দেশের শীর্ষ আদালত৷

Government to Stand by Muslim Women in Supreme Court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2016 3:15 pm
  • Updated:September 15, 2016 3:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন তালাকের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে সওয়াল করবে কেন্দ্রীয় সরকার৷ কয়েকদিন আগেই এ বিষয়ে সরকারের কাছে মতামত চেয়েছিল দেশের শীর্ষ আদালত৷ বুধবার এই নিয়ে উচ্চ পর্যায়ের মন্ত্রিসভার বৈঠক হয়৷ বৈঠকে সামিল হয়েছিলেন রাজনাথ সিং, অরুণ জেটলি, মনোহর পারিক্কর, মানেকা গান্ধীর মতো ব্যক্তিত্বরা৷ সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

একতরফা তিন তালাকের বিরোধিতা করে সরব হয়েছিলেন দেশের বেশ কয়েকজন মুসলিম পুরুষ ও মহিলা৷ জাতীয় মহিলা কমিশনের কাছে চিঠি লিখে ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন (বিএমএমএ) সংগঠনের দাবি করে, তিন তালাক প্রথা ‘কোরান-বিরোধী’৷  এই প্রথার বিরুদ্ধে ৫০ হাজার মুসলিমের স্বাক্ষর সংগ্রহ করা হয়৷ বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়৷

Advertisement

সেপ্টেম্বর ৫ তারিখ এই বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চায় সর্বোচ্চ আদালত৷ মিটিং শেষে তিন তালাকের বিরুদ্ধে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ বৈঠকের সিদ্ধান্ত অইনমন্ত্রকের মাধ্যমে লিপিবদ্ধ করা হবে৷ নিজেদের যুক্তির স্বপক্ষে সৌদি আরব, পাকিস্তান, ইরাকের উদাহরণও তুলে ধরবে সরকার৷ মুসলিম প্রধান এই দেশগুলিতেও তিন তালাকের উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement