Advertisement
Advertisement

Breaking News

রাজনের উত্তরসূরি হিসাবে ৪ জনের নাম বাছল কেন্দ্র

এই চার পদপ্রার্থীরা হলেন, আরবিআই-এর বর্তমান ডেপুটি গভর্নর উরজিত্‍ প্যাটেল, আরবিআই-এর প্রাক্তন দুই ডেপুটি গভর্নর রাকেশ মোহন এবং সুবীর গোকার্ন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য৷

Government shortlists 4 candidates to succeed Rajan as RBI chief

ফাইল চিত্র।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2016 3:37 pm
  • Updated:October 27, 2018 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১৮ জুন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন জানিয়ে দিয়েছিলেন তিনি আর এই পদে পুনর্বহাল হতে চান না৷ এরপর থেকেই তাঁর সমতূল্য ব্যক্তিকে গভর্নর পদে নিযুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ সেই নিরিখে একটি নতুন মনিটারি পলিসি কমিটিও গঠন করা হয়েছে বলে রয়টার্স সূত্রে খবর৷

আরবিআই কর্মীদের প্রতি এক খোলা চিঠিতে আজ একথা জানিয়েছিলেন রাজন৷ চিঠিতে লিখেছিলেন, “আপনাদের জানাতে চাই, গভর্নর পদের মেয়াদ শেষ হওয়ার পর আমি শিক্ষকতার চেনা জগতে ফিরে যেতে চাই৷” তবে তিনি এও বলেছিলেন, “দেশের প্রয়োজনে যে কোনও কাজের জন্য আমি প্রস্তুত৷”
রাজনের এই সিদ্ধান্তের পর থেকেই নতুন গভর্নরের খোঁজ শুরু করা হয়েছে সরকারের পক্ষ থেকে৷
ইতিমধ্যে চার যোগ্য পদপ্রার্থীর নাম বাছাই করা হয়েছে সরকারের পক্ষ থেকে৷ এই চার পদপ্রার্থীরা হলেন, আরবিআই-এর বর্তমান ডেপুটি গভর্নর উরজিত্‍ প্যাটেল, আরবিআই-এর প্রাক্তন দুই ডেপুটি গভর্নর রাকেশ মোহন এবং সুবীর গোকার্ন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য৷
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে রঘুরাম গোবিন্দ রাজনের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৪ সেপ্টেম্বর৷ প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, এরপর রাজন সম্ভবত আরবিআই-এর সার্চ কমিটির সদস্যপদে যোগ দিয়ে ছয়জনের নতুন মনিটারি পলিসি কমিটির সদস্য নির্বাচন করবেন৷ জানা গিয়েছে, আগামী ১ আগস্ট এই নতুন প্যানেল গঠিত হবে৷
প্রসঙ্গত, রঘুরাম রাজনের গভর্নর পদ থেকে সরে আসার সিদ্ধান্তে বিদেশি বিনিয়োগকারীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন৷ তাঁর পদত্যাগের ফলে যাতে কোনরূপ শূন্যতা ভারতের অর্থনীতিতে না তৈরি হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই দ্রুততার সঙ্গে নতুন গভর্নর খোঁজার প্রক্রিয়া শুরু করা হয়েছে সরকারের পক্ষ থেকে৷ জানা গিয়েছে, বাছাই প্রক্রিয়াকে সম্পন্ন করতে গঠিত সার্চ কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সেক্রেটারি, বর্তমান গভর্নর রাজন, কেন্দ্রীয় অর্থসচিব এবং তিনজন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement