Advertisement
Advertisement

হিন্দুদের মতো মুসলিমদেরও তিন তালাকের বিরুদ্ধে এগিয়ে আসার ডাক কেন্দ্রের

তিন তালাক প্রথাকে 'সামাজিক অবক্ষয়' বলে মন্তব্য বেঙ্কাইয়া নায়্ডুর।

Government Ready For Law To End Triple Talaq: Venkaiah Naidu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2017 3:49 am
  • Updated:May 22, 2017 3:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়োজন পড়লে আইন এনে মুসলিমদের ‘তিন তালাক’ প্রথা তুলে দেবে কেন্দ্রীয় সরকার, এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়্ডু। জানালেন, এনডিএ সরকার তিন তালাক প্রথা নিয়ে অনড় অবস্থানে রয়েছে। দরকার পড়লে তিন তালাক প্রথা রদ করতে আইন আনা হবে। রবিবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটা বলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথার বৈধতা নিয়ে চূড়ান্ত নির্দেশ স্থগিত রাখার ৪৮ ঘন্টার মধ্যে বেঙ্কাইয়া নায়ডুর এই বক্তব্যই তিন তালাকের বিরুদ্ধে কেন্দ্রের অনমনীয় মনোভাব প্রমাণ করে দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

[তিন তালাক বিচ্ছেদের অবাঞ্ছিত ও নিকৃষ্টতম প্রক্রিয়া: সুপ্রিম কোর্ট]


নায়ডু মনে করেন, তিন তালাকের মতো অমানবিক প্রথার অবসান ঘটাতে মুসলিম সমাজকেই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, “হিন্দুদের মতো, মুসলিমদেরও এই ধরনের অমানবিক প্রথাকে রদ করতে এগিয়ে আসতে হবে।” মুসলিম পুরুষরা তিনবার ‘তালাক’ বললেই কেন বিবাহবিচ্ছেদের মুখে পড়তে হবে মহিলাদের, এই অভিযোগে ‘তিন তালাক’ প্রথার বিরুদ্ধে সরব হন মুসলিম মহিলাদের একাংশ৷ একাধিক পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টে৷ ওই মামলায় আপাতত চূড়ান্ত রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ৷ ১১ মে থেকে কেন্দ্র, অল ইন্ডিয়া মুসলিম ল’বোর্ড, অল ইন্ডিয়া মুসলিম পারসনাল ল’বোর্ড ও অন্যান্য আবেদনেকারীদের উপস্থিতিতে শুরু হয় ঐতিহাসিক ছয়দিনের শুনানি। আসন্ন জুলাইয়ে সম্ভবত এই মামলায় রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট৷

[তিন তালাক প্রথা থেকে মুক্তি পেতে হনুমান চালিশা পাঠ মুসলিম মহিলাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement