Advertisement
Advertisement

Breaking News

বকেয়া মেটাতে কেন্দ্রের বরাদ্দ ৩৪,৬০০ কোটি

সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে...

Government may pay Rs 34,600 cr as arrears in August salary
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 1:46 pm
  • Updated:September 2, 2019 12:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য আগস্ট মাসে কর্মচারীদের বকেয়া বেতন ও ভাতা মেটাতে ৩৪,৬০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার৷ সমীক্ষক সংস্থা ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ জানিয়েছে এই কথা৷ বুধবার তারা জানিয়েছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বকেয়া বেতন, ভাতা, বর্ধিত পেনশন ও প্রাপ্য আর্থিক সুযোগ সুবিধা দিতে এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে৷

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক পে (মূল বেতন) ২.৫৭ গুণ বৃদ্ধি পেয়েছে৷ এই বর্ধিত বেতনক্রম কার্যকর হয়েছে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে৷ এই বেতনক্রম কার্যকর করতে সরকারের কাঁধে চাপবে বিপুল আর্থিক বোঝা৷ ১.২ লক্ষ কোটি টাকার বোঝা চাপতে চলেছে রাজকোষে৷ তবে আশার কথা, চলতি আর্থিক বছরে রিজার্ভ ব্যাংক মুনাফা করেছে ৬৫,৮৭৬ কোটি টাকা৷ তারা এই টাকা সরকারের হাতে তুলে দিলে রাজকোষের উপর চাপ অনেকটাই কমবে বলে মত ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement