সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে ফিরবে শান্তি? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবি তেমনই। মোদি ৩.০ সরকারের ১০০ দিন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, মেতেই ও কুকি সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে সরকার। সেই সঙ্গেই তাঁর দাবি, ভারত-মায়ানমার সীমান্তে অনুপ্রবেশ রুখতেও সতর্ক মোদি সরকার।
প্রসঙ্গত, গত বছরের মে মাসে মণিপুরে কুকি-মেইতেই সংঘর্ষ শুরুর পরে উত্তর-পূর্বের রাজ্যে ২০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। একটা সময় প্রায় ৭০ হাজার মানুষ ঘরছাড়া হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন। গত কয়েক মাস ধরে মণিপুরে আজ কার্ফু, কাল গুলিগোলা, পরশু ইন্টারনেট বন্ধ চলছে। এই গত এক বছরে রাজনৈতিক সমাবেশ দেখেনি ইম্ফল বা মণিপুর। যদিও মণিপুর প্রসঙ্গে আশ্চর্যজনক নীরব থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার শাহ দাবি করলেন, উত্তরপূর্বের রাজ্যটিতে শান্তি ফেরাতে মরিয়া সরকার। শুরু হয়েছে আলোচনা। কেন্দ্র মণিপুরে শান্তি ফেরাতে একটি রোডম্যাপ তৈরি করে ফেলেছে। এবং সেটাকে কাজে লাগিয়ে আলোচনার মাধ্যমেই মণিপুরকে শান্ত করা যাবে বলে দাবি অমিত শাহর।
গত আগস্টেই মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে প্রথম বড় সাফল্য পায় সেরাজ্যের বিজেপি সরকার। জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। মণিপুরের সরকারি সূত্রে জানা যায়, এই শান্তিচুক্তি একটি জেলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও, শান্তি ফেরানোর প্রক্রিয়ায় এটা বড়সড় মাইলফলক হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে এবার দ্রুত শান্তি ফেরাতে চাইছে কেন্দ্র। অমিত শাহর কথা থেকে উঠে এল এমন দিকই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.