Advertisement
Advertisement

Breaking News

Airbag

এবার গাড়িতে থাকতেই হবে অন্তত ৬টি এয়ারব্যাগ, আগামী বছরের অক্টোবর থেকেই চালু নয়া নিয়ম

টুইট করে এই নিয়মের কথা জানিয়েছেন সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি।

Government now makes 6 airbags in cars mandatory। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 29, 2022 3:44 pm
  • Updated:September 29, 2022 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বিশ্বে পথ দুর্ঘটনায় (Accident) হওয়া মৃত্যুতে শীর্ষস্থানে রয়েছে ভারত। কয়েক মাস আগে রাজ্যসভায় এমনই তথ্য জানিয়েছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি (Nitin Gadkari)। এবার যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রের নয়া পদক্ষেপের কথা জানালেন তিনি। বৃহস্পতিবার টুইট করে গড়করি জানালেন, এবার থেকে গাড়িতে অন্তত ৬টি এয়ারব্যাগ রাখতেই হবে। আগামী বছরের ১ অক্টোবর থেকেই লাগু হবে এই নিয়ম। গড়করি জানিয়েছেন, গাড়িতে সফররত যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, গত মাসেই পথ দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির মৃত্যুর পর থেকেই ট্র্যাফিক ব্যবস্থা ও পরিবহনের ত্রুটির দিকগুলি নতুন করে আলোচনায় উঠে আসতে থাকে। এমাসের শুরুতেই কেন্দ্রের তরফে গাড়ির সমস্ত যাত্রীর সিটবেল্ট পরা বাধ্যতামূলক করা হয়েছে। এবার আনা হল এয়ারব্যাগের এই আইন।

Advertisement

[আরও পড়ুন: দুধ কেনার পয়সা নেই, ১৬ দিনের যমজ সন্তানদের গলা টিপে খুন করে কবর দিল মা!]

গত এপ্রিলেই ‘ওয়ার্ল্ড রেকর্ডস স্ট্যাটিসটিক্স ২০১৮’র সাম্প্রতিক সংখ্যা থেকে তথ্য তুলে ধরেছিলেন গড়করি। ২০২০ সালের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছিলেন, দেশে ৩ লক্ষ ৫৪ হাজার ৭৯৬টি দুর্ঘটনা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ২০১ জন। আহত হয়েছেন ৩ লক্ষ ৩৫ হাজার ২০১ জন। এরপরই তিনি বেপরোয়া ড্রাইভিং ও ওভারটেক করার প্রবণতার কথা তুলে ধরেন।

সাইরাস মিস্ত্রির দুর্ঘটনা ফের সেই প্রসঙ্গই যেন নতুন করে তুলে ধরে। জানা যায়, দুর্ঘটনার আগে ৯ মিনিটে ২০ কিলোমিটার রাস্তা পেরিয়েছিলেন সাইরাস মিস্ত্রি। ঘণ্টায় প্রায় ১৩৫ কিলোমিটার বেগে চলেছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। পরেননি সিট বেল্টও। অতিরিক্ত গতির জেরেই তাঁর মৃত্যু, এমনটাই জানা গিয়েছিল। তখনই গড়করি প্রশ্ন তুলেছিলেন, কেন গাড়িতে ৬টি এয়ারব্যাগ রাখা হবে না। অবশেষে এই ধরনের দুর্ঘটনা রুখতে নয়া নিয়ম লাগু করছে কেন্দ্র।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের স্কুলে পড়ুয়াদের মিড-ডে মিলে দেওয়া হচ্ছে নুন-ভাত! ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement