কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় সরব কৃষকরা। অবিলম্বে তা প্রত্যাহারের দাবি উঠেছে। সেই দাবিতেই মঙ্গলবার ভারত বন্ধ। কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছে ১৬টি বিরোধী দল।কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছে তৃণমূলও। এদিকে, উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। তার প্রতিবাদে আজ উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে গেরুয়া শিবির। নজর রাখুন বন্ধ সংক্রান্ত লাইভ আপডেটে।
রাত ১১.১৫: বৈঠক শেষে কাটল না জট।
রাত ১১.১০: ম্যারাথন বৈঠক চলছে। দু’পক্ষই দাবিতে অনড়।
রাত ১০.০০: বৈঠকে যোগ দিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও।
রাত ৯.০০: ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ ভবনে কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সন্ধে ৭.৪৫: বুধবার কৃষকদের সঙ্গে বৈঠকের আগে বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা।
Union Cabinet meeting scheduled to be held tomorrow morning.
— ANI (@ANI) December 8, 2020
সন্ধে ৭.৪০: দিল্লির কৃষক বিক্ষোভের অথবা শাহিনবাগ, উভয় ক্ষেত্রেই বহিরাগত শক্তি ছিল পরিচালক। রাজনীতি হয়েছে দুই ক্ষেত্রেই। এবার বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি।
সন্ধে ৭.০০: আইন প্রত্যাহার করবেন কি না, অমিত শাহের কাছে জানতে চাইবেন কৃষক প্রতিনিধি দল।
সন্ধে ৫.৪৬: পাঞ্জাবি সংগীতশিল্পী জস বাজওয়া কৃষক আন্দোলনে যোগ দিলেন।
Punjabi singer Jass Bajwa joins farmers’ protest against Centre’s farm laws, at Ghazipur border (Delhi-UP border)
He says, “The Government should agree to the demands of the farmers.” pic.twitter.com/LBQcANFWPr
— ANI (@ANI) December 8, 2020
দুপুর ৩.৫৪: বিজেপি-কংগ্রেস সংঘর্ষে জয়পুরে ধুন্ধুমার।
#WATCH Rajasthan: A clash erupted outside BJP office in Jaipur between BJP and Congress workers during a protest over #farmlaws pic.twitter.com/utzwhn4EKz
— ANI (@ANI) December 8, 2020
দুপুর ৩.৪২: বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বিরোধীরা। থাকবেন রাহুল গান্ধী, শরদ পওয়ার-সহ ৫ জন।
A joint delegation of Opposition parties will meet President Kovind tomorrow at 5 pm. The delegation will include Rahul Gandhi, Sharad Pawar and others. Due to COVID19 protocol, only 5 people have been allowed to meet him: Sitaram Yechury, CPI (Marxist)#FarmLaws pic.twitter.com/jHlfeQRWsW
— ANI (@ANI) December 8, 2020
দুপুর ৩.২৩: “কৃষকদের আন্দোলনকে সমর্থন করি। তাই তাঁদের সম্মান জানিয়ে তিনটের পর সভা শুরু করেছি”, রানিগঞ্জের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ২.৫৭: আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আজ সন্ধেয় বৈঠক অমিত শাহের।
দুপুর ২.৫১: ভারত বন্ধ এবং কৃষকদের আন্দোলন প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বলেন, “কৃষক ধর্মঘটকে আমরা সমর্থন জানিয়েছি। তৃণমূল কৃষকদের সঙ্গে আছে। আমাদের দলের কর্মসূচিও আছে গান্ধিমূর্তিতে। তবে বনধ আমরা সমর্থন করি না। শিলিগুড়িতে বিজেপি যা করছে তা কৃষক আন্দোলন থেকে মুখ ঘোরানোর জন্য।”
দুপুর ২.০৬: কৃষকদের আন্দোলনকে সমর্থনে অনশনে আন্না হাজারে।
দুপুর ১.৪৮: কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের বাড়িতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।
Delhi: Haryana CM Manohar Lal Khattar arrives at the residence of Agriculture Minister Narendra Singh Tomar to meet him. pic.twitter.com/kbwyCMCXdM
— ANI (@ANI) December 8, 2020
দুপুর ১.৪৫: পুদুচেরিতে মিছিল কংগ্রেসের।
Political parties including Congress march on the streets of Puducherry, in support of #BharatBandh called by farmer unions against the Central Government’s #FarmLaws
Chief Minister V Narayanasamy was also present. pic.twitter.com/CTEQYEKT6t
— ANI (@ANI) December 8, 2020
দুপুর ১.৪২: বন্ধের জেরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আটকে পড়ল করোনা রোগীর অ্যাম্বুল্যান্স। প্রায় ঘণ্টাখানেক ধরে হেনস্তার শিকার হন রোগী।
দুপুর ১.৩৮: মধ্যমগ্রামের চৌমাথায় যান চলাচলে বাধা বন্ধ সমর্থনকারীদের। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি। ঘণ্টাদেড়েক ধরে চলে অবরোধ।
দুপুর ১.৩৭: ভারত বন্ধের সমর্থনে বেহালায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
দুপুর ১.১৬: আন্দোলনরত কৃষকদের সম্মান জানাতে দিল্লির সরোজিনী নগরে হাতে কালো ফিতে বেঁধে কাজ করলেন ব্যবসায়ীরা।
Delhi: Shopkeepers in Sarojini Nagar market tie black ribbons around their arms to show solidarity with farmers’ protests, on #BharatBandh
“We’re doing this to show our support for the farmers’ cause. Why can’t the govt grant a simple demand of the MSP,” says one shopkeeper pic.twitter.com/T8Ofn6bqRE
— ANI (@ANI) December 8, 2020
দুপুর ১.০৩: শিলিগুড়িতে তৃণমূল-বিজেপি হাতাহাতি। এমজি মোডে যুব মোর্চা রাস্তা আটকানো হয়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় যুব মোর্চা। আগুন লাগিয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রীর পোস্টারে। ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বেলা ১২.৩৭: কোচবিহার জেলা পরিষদ দপ্তর ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
বেলা ১২.২৫: মহারাষ্ট্রে খোলা দোকানপাট। স্বাভাবিক যানচলাচল।
Maharashtra: Shops seen open; regular traffic movement in Matunga area of Mumbai, amidst #BharatBandh
Visuals from earlier today pic.twitter.com/nFqPPl329l
— ANI (@ANI) December 8, 2020
বেলা ১২.২১: দলীয় কর্মী মৃত্যুর প্রতিবাদে বালুরঘাটে এনবিএসটিসি স্ট্যান্ডের সামনে বিক্ষোভ বিজেপির।
বেলা ১২.০৪: ভারত বন্ধের সমর্থনে পথে নেমে হিলকার্ট রোডে সিপিএম দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনের সামনে ক্রিকেট খেললেন শিলিগুড়ির বিধায়ক তথা পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।
বেলা ১২.০৩: বন্ধের সমর্থনে তেলেঙ্গানাতেও চলছে ব্যাপক বিক্ষোভ।
Telangana: TRS leaders K Kavitha, KT Rama Rao and others, along with party workers, protest in Ranga Reddy in support of #BharatBandh called by farmer unions against Centre’s #FarmLaws. pic.twitter.com/KPAxVd0ljt
— ANI (@ANI) December 8, 2020
বেলা ১১.৫৯: রিষড়ায় কুড়ি মিনিটের জন্য রেল অবরোধ সিপিএম ও কংগ্রেসের। ১০ মিনিটের জন্য জিটি রোড অবরোধ করেন তাঁরা। বন্ধ করে দেওয়া হয় ওয়েলিংটন জুটমিল।
বেলা ১১.৪৬: গাজিপুর-গাজিয়াবাদ সীমান্তে বিক্ষোভ কৃষক সংগঠনের।
Farmers’ associations demonstrate at Ghazipur-Ghaziabad (Delhi-UP) border as part of #BharatBandh call.
“If govt can make law they can repeal it as well. They must work with farmer associations and experts. We’ll leave only after we get it in writing,” says a farmer leader. pic.twitter.com/2XYp8RdgeO
— ANI (@ANI) December 8, 2020
বেলা ১১.৩৪: মোহালিতে বিক্ষোভ বন্ধ সমর্থকদের।
Punjab: Farmers protesting the farm laws in Mohali, block Chandigarh highway, on #BharatBandh pic.twitter.com/gyR8Kmoufp
— ANI (@ANI) December 8, 2020
বেলা ১১.১৭: কৃষি আইন কৃষকদের শেষ করে দেবে, মন্তব্য মুম্বইয়ের ডাব্বাওয়ালা অ্যাসোসিয়েশনের সভাপতির।
The #FarmLaws brought by the Centre will finish the farmers of the country. Farmers have started a massive agitation in north India & #BharatBandh was announced for today. Mumbai Dabbawala Association supports the Bandh: Subhash Talekar, president, Mumbai Dabbawala Association pic.twitter.com/ZMPMWBirDZ
— ANI (@ANI) December 8, 2020
বেলা ১১.০৬: গুয়াহাটির জনতা ভবনের কাছ থেকে বেশ কয়েজনকে আটক করল পুলিশ।
Assam: Police detain a few people that were protesting in front of Janata Bhawan in Guwahati today, in support of #BharatBandh called by farmer unions. pic.twitter.com/YsxYDWBmLD
— ANI (@ANI) December 8, 2020
বেলা ১১.০৩: মোদি কৃষকদের কথা শুনলেও কংগ্রেস কিছুই করেনি, দাবি প্রকাশ জাভড়েকরের।
The opposition who is asking to roll back these laws is hypocritical as they had passed the contract farming act while in power. Congress has mentioned the introduction of these laws in their manifesto: Union Minister Prakash Javadekar https://t.co/wYQzJVxf1N
— ANI (@ANI) December 8, 2020
সকাল ১০.৫৭: দিল্লির মুখ্যমন্ত্রীকে ‘গৃহবন্দি’ করা হয়নি, দাবি দিল্লির ডিসিপি নর্থের।
It is a general deployment to avoid any clash between AAP and any other party. CM has not been put under house arrest: Anto Alphonse, DCP North, Delhi https://t.co/pc4WJAxZek
— ANI (@ANI) December 8, 2020
সকাল ১০.৩৩: সিঙ্ঘু সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করায় দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালকে ‘গৃহবন্দি’ করে রেখেছে।
Delhi Police has put CM Arvind Kejriwal under house arrest ever since he visited farmers at Singhu Border yesterday, tweets Aam Aadmi Party (AAP). pic.twitter.com/VvMEUQaigx
— ANI (@ANI) December 8, 2020
সকাল ১০.৩২: রাঁচিতে বিক্ষোভ ভারত বন্ধ সমর্থনকারীদের।
Jharkhand: Protestors raise slogans and go on a march in Ranchi on account of #BharatBandh, against the new farm laws. pic.twitter.com/Xk1E8muLYq
— ANI (@ANI) December 8, 2020
সকাল ১০.৩০: বিশাখাপত্তনমে রাস্তায় বিক্ষোভ এসএফআইয়ের।
Andhra Pradesh: Left political parties and Students’ Federation of India (SFI) protest at NH 16 in Visakhapatnam, in support of #BharatBandh called by farmer unions. pic.twitter.com/NNF4vcaQCE
— ANI (@ANI) December 8, 2020
সকাল ১০.১৯: টায়ার জ্বালিয়ে যাদবপুরে বিক্ষোভ বামেদের।
West Bengal: Left parties raise slogans against farm laws & burn effigies in Jadavpur area of Kolkata
“In West Bengal there is complete bandh in support of the peasant’s demand. We imagine similar situations prevailing across India as well,” says Sujan Chakraborty, CPI(M) leader pic.twitter.com/SvAM3BRPKw
— ANI (@ANI) December 8, 2020
সকাল ১০.১৪: হৃদয় থাকলে আন্দোলনরত কৃষকদের সঙ্গে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা উচিত জানালেন সঞ্জয় রাউত।
If the Government has a heart, be it the Home Minister or the Prime Minister, they themselves will go & talk to them (farmers): Sanjay Raut, Shiv Sena#BharatBandh https://t.co/Qm5RJOXBK6
— ANI (@ANI) December 8, 2020
সকাল ১০.০৫: আসানসোলের মিছিল সিটুর।
West Bengal: Centre of Indian Trade Unions (CITU) took out a protest march in Asansol today, in support of the #BharatBandh called by farmer unions against Central Government’s #FarmLaws pic.twitter.com/25doCYptSB
— ANI (@ANI) December 8, 2020
সকাল ১০.০১: বিহারের দ্বারভাঙায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আরজেডি সমর্থকদের।
Bihar: Rashtriya Janata Dal (RJD) workers burn a tyre at Ganj Chowk in Darbhanga, in protest against Central Government, and show their support to #BharatBandh called by farmer unions. pic.twitter.com/kea7UwpQlN
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৯.৫৬: কর্ণাটকের ভারত বন্ধের সমর্থনে বিক্ষোভ কংগ্রেসের।
Karnataka: Congress leaders protest in support of #BharatBandh called by farmer unions, raise slogans against the Centre & show black flags, in front of Gandhi statue at Vidhana Soudha in Bengaluru.
Party leaders Siddaramaiah, BK Hariprasad, Ramalinga Reddy and others present. pic.twitter.com/YptI0ENQlg
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৯.৪৯: বন্ধের দিন শান্তি বজায় রাখার আরজি তেলেঙ্গানার রাজাকোন্ডা পুলিশের।
It is appealed to all to maintain peace in #BharatBandh. Action will be taken against those who indulge in any forcible closure/stoppages: Rachakonda Police, Telangana
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৯.৪৬: কর্ণাটকের কালবুর্গিতে স্লোগান বামেদের।
Karnataka: Slogans against the new farm laws raised by Left organisations in Kalaburagi, on account of #BharatBandh
Visuals from the Kalaburagi Central Bus Station pic.twitter.com/44a86zisUf
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৯.৪৪: শান্তিপূর্ণভাবে বন্ধ পালনের আরজি উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের অ্যাডিশনাল এসপি লাভ কুমারের।
We’re ensuring that public don’t face inconvenience & there’s no traffic disruption. Adequate security deployed at all important entry/exit points to/from the dist. We also deployed PAC (Provincial Armed Constabulary) force: Love Kumar, Addl CP, Gautam Buddh Nagar#BharatBandh pic.twitter.com/4PDf3dZSOe
— ANI UP (@ANINewsUP) December 8, 2020
সকাল ৯.২০: বাম কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘট ঘিরে পূর্ব বর্ধমানের আউশগ্রামের বড়াচৌমাথায় ২ বি জাতীয় সড়ক অবরোধ করলেন সিপিএম কর্মীসমর্থকরা। এদিন অবরোধের জেরে বর্ধমান সিউড়ি রোডে আটকে পড়ে কিছু যানবাহন। ভাতারের বনপাশ অঞ্চল এলাকা, আউশগ্রামের বিল্বগ্রাম অঞ্চল এলাকার মিলে বেশ কয়েকটি গ্রাম থেকে সিপিএমের কর্মীসমর্থকরা বড়াচৌমাথায় জড়ো হন। তারপর শুরু হয় জাতীয় সড়ক অবরোধ।
সকাল ৯.২০: তেলেঙ্গানার কামারেড্ডিতে বিক্ষোভ।
Telangana: Road Transport Corporation workers in Kamareddy extend their support to #BharatBandh by farmer unions.
A bus driver says, “CM raised his voice against Farm laws. Going with him, we the workers of RTC are protesting here. Farmers should not be subjected to injustice.” pic.twitter.com/b7agzw9prA
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৯.১৪: যাদবপুরে রেল অবরোধ বামেদের।
West Bengal: Left political parties protest on the railway tracks at Jadabpur Railway Station in Kolkata & stop a train, in support of today’s #BharatBandh by farmer unions. pic.twitter.com/7Kn6avKGGM
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৯.০৭: পাটনায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
Bihar: Security personnel deployed in Patna, in the wake of #BharatBandh called by farmer unions, against Central Government’s #FarmLaws. pic.twitter.com/s33iwLRy6f
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৯.০৫: হরিয়ানা-দিল্লি বর্ডারে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।
Heavy deployment of security at Singhu border (Haryana-Delhi border). The farmers’ protest at the border entered 13th day today.
Farmer Unions have called #BharatBandh today, against the Central Government’s #FarmLaws pic.twitter.com/8KA6gam3oJ
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৯.০১: অন্ধ্রপ্রদেশের পার্বতীপুরমের ভিজিয়ানাগরমে বিক্ষোভ বাম সংগঠনের।
Andhra Pradesh: Left political parties protest in Parvathipuram of Vizianagaram district, in support of the #BharatBandh called by farmers unions, against Central Government’s #FarmLaws. pic.twitter.com/YHr6XnyP2k
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৮.৫০: বিজেপির ডাকা বন্ধে অশান্তি যাতে না হয় তাই শিলিগুড়িতে বাড়ানো হল নিরাপত্তা।
West Bengal: BJP has called a 12-hour bandh in North Bengal today, over the death of a party worker during its protest against the state government in Siliguri yesterday.
Visuals from Siliguri. pic.twitter.com/oVZuFAmRbb
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৮.৪৮: বিজেপির ডাকা বন্ধে কোচবিহার বাস টার্মিনাসে ধস্তাধস্তি। মাথাভাঙায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
সকাল ৮.৪৩: পুনের এপিএমসি মার্কেট খোলা।
Maharashtra: Pune APMC market remains open on ‘Bharat Bandh’
“We support farmers’ agitation. But we’ve kept the market open today so farm produces coming in from other states can be stored or else they will rot. It will be sold tomorrow only,” says a local trader, Sachin Paygude pic.twitter.com/r2tavcyOnp
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৮.৩৮: দিল্লি ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে দৌরালা, কাপাশেরা, রাজোকরি এনএইচ ৮, বিজওয়াসন/বাজঘেরা, পালাম বিহাপ এবং ধুন্ধেরা বর্ডার খোলা থাকবে।
Available open borders to Haryana are – Daurala, Kapashera, Rajokri NH 8, Bijwasan/Bajghera, Palam Vihar and Dundahera borders: Delhi Traffic Police#FarmersProtest
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৮.২৯: সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভারত বন্ধ করা হবে, দাবি ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্রের।
Our protest will be completely peaceful. If someone gets stuck for 2-3 hours in a Bandh called by us, we provide them with water and fruits. Ours is a different concept: Rakesh Tikait, Spokesperson, Bharatiya Kisan Union#BharatBandh pic.twitter.com/llqevLaSjK
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৮.১৭: দিল্লির বুরারির নিরানকারি সমাগম গ্রাউন্ডে প্রার্থনা কৃষকদের।
Delhi: Farmers staying at Burari’s Nirankari Samagam Ground gathered for prayers this morning. The protest at the Ground entered 13th day today.
Farmer Unions have called a #BharatBandh today, against Central Government’s #FarmLaws. pic.twitter.com/WA2zhYkoEG
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৮.০৮: অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতেও বিক্ষোভ ভারত বন্ধ সমর্থনকারীদের।
Andhra Pradesh: Left political parties stage a protest in Vijayawada, in support of today’s #BharatBandh called by farmer unions, against Central Government’s #FarmLaws. pic.twitter.com/PsbrFNxlaL
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৮.০৩: ওড়িশার ভুবনেশ্বর স্টেশনে ট্রেন অবরোধ বাম ও কৃষক সংগঠনগুলির।
Odisha: Left political parties, trade unions and farmer unions stop trains at Bhubaneswar Railway Station.
Farmer Unions have called #BharatBandh today, over Centre’s #FarmLaws. pic.twitter.com/C63X69FSlE
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৭.৪৫: যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের কাছে বামপন্থী সংগঠনের জমায়েত।
সকাল ৭.৪২: ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা স্থগিত করা হল।
All examinations scheduled on 8th Dec under Osmania University jurisdiction have been postponed due to #BharatBandh. The revised schedule will be given in due course of time. Examinations scheduled from 9th Dec will be held as per schedule: Controller of Exams, Osmania University pic.twitter.com/nHr5pILXGK
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৭.৩৮: মহারাষ্ট্রের বুলধানার মালকাপুরে রেল অবরোধ। পরে যদিও পুলিশ বিক্ষোভকারীদের হঠালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Maharashtra: Swabhimani Shetkari Saghtana staged ‘Bharat Bandh Rail Roko’ protest and briefly stopped a train today in Malkapur of Buldhana dist. They were later removed from the tracks by Police & detained.
Farmer Unions have called #BharatBandh today, over Centre’s #FarmLaws pic.twitter.com/syREnd7Iez
— ANI (@ANI) December 8, 2020
সকাল ৭.৩০: ধর্মতলায় মিছিল করেন বাম ছাত্র-যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের কর্মীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.