Advertisement
Advertisement

Breaking News

পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের মেয়াদ বাড়ল আরও ১০ দিন

আগামী ২৪ নভেম্বর পর্যন্ত পুরনো বড় নোটগুলি নিত্য প্রয়োজনীয় ও জরুরি পরিষেবা পেতে ব্যবহারের অনুমতি দিল কেন্দ্র।

Government extends acceptance of Rs 500 and Rs 1000 notes for public utility and fuel payment till November 24.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 14, 2016 11:09 am
  • Updated:November 14, 2016 11:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহার করা যাবে আরও ১০দিন। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত পুরনো বড় নোটগুলি নিত্য প্রয়োজনীয় ও জরুরি পরিষেবা পেতে ব্যবহারের অনুমতি দিল কেন্দ্র। রবিবার গভীর রাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাঁর বাসভবনে এক জরুরি রিভিউ বৈঠকে বসেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১০ দিন জরুরি পরিষেবা পেতে ব্যবহার করা যাবে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। সোমবার সকালে কেন্দ্রের তরফে ঘোষণা করা হল এই সিদ্ধান্তের কথা। সরকারি হাসপাতাল, পেট্রোল পাম্পে ব্যবহার করা যাবে পুরনো বড় নোট। ৫০০ ও ১০০০ টাকার নোটে রেলের টিকিট কাটা যাবে। জাতীয় সড়কেও দিতে হবে না ট্যাক্স। এই নিয়ে পুরনো নোট ব্যবহারের সময়সীমা দ্বিতীয়বার বাড়াল কেন্দ্র। দেশজুড়ে নগদ টাকার খামতি পূরণই এখন কেন্দ্রের চূড়ান্ত লক্ষ্য।

Advertisement

অন্যদিকে, গুরু নানকের জন্মদিবসে বন্ধ দেশের বহু ব্যাঙ্ক। এটিএম খোলা থাকলেও সেখানে টাকা নেই বলে অভিযোগ গ্রাহকদের। শহর থেকে জেলা- সাধারণ মানুষের ভোগান্তি ষষ্ঠ দিনেও মিটল না। এটিএমের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে সোমবার সকাল থেকে। বড় নোটের পরিবর্তে শুধুমাত্র ১০০ ও ২০০০ টাকার নোটই ভরসা হওয়ায় মানুষকে কিছুটা অসুবিধার মুখে পড়তে হচ্ছে৷ মানুষের সেই ভোগান্তির দ্রুত অবসান করতে নতুন নকশার ৫০০ টাকার নোট ছাপানো চলছে জোর কদমে৷ দেশের চারটি টাঁকশালে এই মুহূর্তে প্রতিদিন ২০ লক্ষ নতুন ৫০০ টাকার নোট ছাপানো চলছে৷ কিন্তু তাতেও সমস্যা যে কয়েক দিনে মিটে যাবে তা নয়৷ প্রতিদিন ২০ লক্ষ নোট ছাপানো হলেও পরিস্থিতি সামাল দিতে কমপক্ষে দু’ মাস সময় লাগবে বলে জানা গিয়েছে৷

(ব্যাঙ্ক ও এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ল)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement