Advertisement
Advertisement
বিদেশ মন্ত্রক

লকডাউন মিটলে ফেরানো হবে আটক ভারতীয়দের, সিদ্ধান্ত বিদেশ মন্ত্রকের

টিকিট কেটে ফিরতে হবে ভারতীয়দের।

Government decided to fly back Indians after Lockdown
Published by: Sucheta Chakrabarty
  • Posted:April 26, 2020 6:15 pm
  • Updated:May 17, 2020 6:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউন উঠলেই বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে তৎপরতা দেখাবে কেন্দ্র। রবিবার এমনটাই জানাল বিদেশ মন্ত্রক। আজ বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকার ও বিদেশ মন্ত্রকের একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে চলে আলোচনা।

৪ মে লকডাউন উঠে গেলে এই দিন থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে পরিস্থিতি। দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা মানুষেরা ফেরার অনুমতি পেতে পারেন নিজের রাজ্যে বা গন্তব্যে। তেমনই বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো হতে পারে দেশে। জানা গিয়েছে, এই মর্মে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, রাজ্য সরকার ও এয়ার ইন্ডিয়ার (Air Inida) কর্তাদের সঙ্গে কথা বলেছে বিদেশ মন্ত্রক। তবে বিশেষ বিমান কিংবা যাত্রী বিমান চলাচল আবার স্বাভাবিক হলেই এই উদ্যোগ কার্যকরী করা হবে। এই বিষয়ে রাজ্যগুলোর সংক্রমণ হার পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত নেবে বিদেশ মন্ত্রক। অন্যদিকে কেন্দ্রীয় স্তরে লকডাউনের মেয়াদ আর বাড়ানো না বলেই মত অনেকের। তবে আঞ্চলিক স্তরে বা কিছু রাজ্যে লকডাউন লাগু রাখতে পারে রাজ্য সরকারেরা। ফলে সেই রাজ্যের বাসিন্দারা বিদেশ থেকে এসে কীভাবে রাজ্যে ফিরবে তাই নিয়ে ও প্রশ্ন দেখা দিয়েছে। রাজ্য প্রশাসনই সেই সিদ্ধান্ত নেবে বলে জানা যায়। তবে এবার আর বিনামূল্যে উদ্ধার নয়। বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়, রীতিমতো টিকিট কেটে দেশে ফিরতে দিতে হবে বিদেশে আটকে থাকা ভারতীয়দের। বিদেশ মন্ত্রক সূত্রে আরও খবর, দেশের বাইরে প্রায় হাজারের বেশি ভারতীয় আটকে রয়েছেন। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে। বারবার কেন্দ্রের কাছে সেই দেশগুলো কূটনৈতিক চাপ তৈরি করেছে। অবিলম্বে ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে যেতে আবেদন করা হয়েছে। অনেকক্ষেত্রে তাদের অভিযোগ, সংশ্লিষ্ট দেশের আতিথেয়তার অপব্যবহার করছেন ভারতীয়রা। বিদেশ মন্ত্রকের কাছে এমন নালিশও করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন:করোনা আক্রান্তদের সুস্থ করতে নয়া পন্থা, মধ্যপ্রদেশে চালু ‘খুশির বিভাগ’]

এদিকে, রাজ্যস্তরেও বিদেশে আটক ভারতীয়দের ফেরাতে বিদেশ মন্ত্রকে দরবার করা হয়েছে। বিশেষ করে কেরলের থেকে বেশি আবেদন এসেছে। সে রাজ্যের অধিকাংশ নাগরিক উপসাগরীয় দেশগুলোতে আটকে। এই মর্মে বিদেশ মন্ত্রকে বার্তা পাঠান হয়। সেই আবেদনগুলো খতিয়ে দেখে রাজ্যগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়েছে বিদেশ মন্ত্রক। সিদ্ধান্ত হয়েছে, বিমানের টিকিট কেটে তবেই বিদেশ থেকে দেশে ফেরার বিমানে উঠতে হবে ভারতীয় নাগরিকদের।

[আরও পড়ুন:‘দিনে অন্তত ১ লক্ষ করোনা টেস্ট করুন’, মোদিকে আরও সক্রিয় হতে বললেন রাহুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement