সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল৷ পাঁচ বছরের জন্য সংস্থাটিকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র৷
ইসলাম ধর্ম প্রচারের নামে দেশে ধর্মীয় মৌলবাদে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে৷ তাঁর মন্তব্য বহু সন্ত্রাসীকে হাতে অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছিল বলেও জানা গিয়েছিল৷ এমনকী ঢাকায় গুলশন কাণ্ডে অভিযুক্ত জামাত জঙ্গিরাও তার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ উঠেছিল৷ কাশ্মীরে অচলাবস্থার সময়ই নতুন করে খবরের শিরোনামে উঠে আসে এই বিতর্কিত ইসলাম প্রচারক৷ ইসলামের নামে যেভাবে তিনি মৌলবাদের প্রচার করতেন তাতে অস্থিরতা বাড়ছিল৷ গোয়েন্দাসূত্রে খবর, এযাবৎ অন্তত ৫৫ জন জঙ্গি কবুল করেছিল যে, জাকির নায়েকের বক্তব্যের পরই তারা সন্ত্রাসে উৎসাহ পেয়েছে৷
তাঁর ইসলাম প্রচারের ধরনে বিরক্ত ছিলেন ধর্মপ্রাণ মুসলিমরাও৷ বস্তুত, ইসলাম যে শান্তির কথা বলে তাই-ই যেন চাপা পড়ে যাচ্ছিল বিতর্কিত প্রচারকের উগ্র প্রচারে৷ ইসলাম ধর্মাবলম্বীদের মধ্য থেকেই এ অভিযোগ ওঠামাত্র তাঁর ‘পিস টিভি’র সম্প্রচার বন্ধ করে কেন্দ্র৷ এমনকী রাশ টানা হয় বিদেশী লগ্নির ক্ষেত্রেও৷ অর্থাৎ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে কোনও বিদেশি সংস্থা অর্থ দিতে পারবে না বলে জানানো হয়৷ এরপর তাঁর ফাউন্ডেশেনর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছিল৷ সেইমতো সংস্থাটিকে বেআইনি ঘোষণা করল কেন্দ্র৷ আগামী পাঁচ বছরের জন্য ফাউন্ডেশনের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.