Advertisement
Advertisement

Breaking News

কেন্দ্রের অনুমোদন, ওবিসি তালিকায় নতুন ১৫টি সম্প্রদায়

বুধবার এই সুপারিশে শিলমোহর দিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা৷

Government approves inclusion of 15 new casts in OBC list
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 1, 2016 11:43 am
  • Updated:December 1, 2016 11:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কেন্দ্রের অনগ্রসর শ্রেণি অর্থাৎ ওবিসি তালিকায় যুক্ত হতে চলেছে আরও ১৫ সম্প্রদায়ের নাম৷ বুধবার এই সুপারিশে শিলমোহর দিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ একইসঙ্গে তালিকার আরও ১৩টি নাম রদবদল করা হবে বলেও জানা গিয়েছে৷

শোনা গিয়েছে, কেন্দ্রের কাছে দেশের আটটি রাজ্যের মোট ২৮টি সম্প্রদায়ের নাম সুপারিশ করেছিল ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস (NCBC)৷ যার মধ্যে ১৫টিই ছিল নতুন সম্প্রদায়৷ ন’টি ছিল সাব-কাস্ট এবং চারটি নাম সংশোধন করার জন্য সুপারিশ করা হয়েছিল৷ সেই সুপরিশ মেনেই এই নতুন সিদ্ধান্ত৷

Advertisement

বিষয়টি কার্যকর হলে নতুন তালিকাভুক্ত ব্যক্তিরা সরকারি নিয়ম অনুযায়ী পড়াশোনা ও চাকরির ক্ষেত্রে সমস্ত রকম সুযোগ ও সুবিধা পাবেন৷ দেশের ২৫টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলের পরিস্থিতি বিচার করেই এই অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement