সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষের নয়া জুজু ব্রিটেনের আরও সংক্রামক করোনা ভাইরাস (Corona Virus)। তার আতঙ্কে ফের ত্রস্ত গোটা বিশ্ব। বিভিন্ন দেশ ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। তবে এখনই আতঙ্কের কিছু নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Health Minister Harsh Vardhan)।
নয়া করোনা ভাইরাসের হদিশ মিলতেই সতর্কতামূলক পদক্ষেপ করছে একাধিক দেশ। ইউরোপের একাধিক দেশ, কানাডা, সৌদি আরব ইতিমধ্যে ব্রিটেন থেকে আসা বিমানের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। সোমবার একই পদক্ষেপ করার আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিন ভারচুয়াল সাংবাদিক বৈঠকে হর্ষ বর্ধন জানান, “কেন্দ্র সরকার সজাগ আছে। আগেও দেখেছেন দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার উপযুক্ত পদক্ষেপ করেছে। এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি।” ব্রিটেনে থেকে আগত বিমান বাতিল নিয়ে কোনও ঘোষণা এদিন করেননি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। উল্লেখ্য, এদিন স্বাস্থ্যমন্ত্রকের জয়েন্ট মনিটারিং গ্রুপও নতুন ধরণের করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে বৈঠকে বসেছিল। সেই সংক্রামক ভাইরাস যাতে কোনওভাবেই এ দেশে প্রবেশ করতে না পারে, তাই আগেভাগে বিমান বন্ধের আবেদন করেছিলেন কেজরিওয়াল
ইতিমধ্যে লন্ডনে এক নতুন ধরনের কোভিড-১৯ (COVID-19) ভাইরাসের দেখা মিলেছে। যা এতদিনের চেনা ভাইরাসের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক। গত দু’সপ্তাহ ধরেই ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা বেড়েছে।সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দক্ষিণ ব্রিটেনে বড়দিনের কেনাকাটার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন বরিস জনসন। এরপরই তড়িঘড়ি ইউরোপের একাধিক দেশ-ইটালি, জার্মানি, আয়ারল্যান্ড. নেদারল্যান্ড এমনকী কানাডা সৌদি আরব ব্রিটেন থেকে আসা উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.