সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনীকেন্দ্র গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরের জেলাশাসককে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। দোষীদের শাস্তির পাশাপাশি নিহতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার দাবি করেছেন সমাজবাদী পার্টির নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। এদিকে, এরইমধ্যে এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে আরও দু’জন শিশুর মৃত্যু হয়েছে।
[যোগীর রাজ্যে অক্সিজেনের অভাবে মৃত্যু ৩০ শিশুর]
এনসেফাইলাইটিসে আক্রান্ত হয়ে গত কয়েকদিন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে বেশ কয়েকজন শিশু ভরতি হয়। অভিযোগ, চিকিৎসকের অভাবে প্রাথমিকভাবে শিশুদের চিকিৎসাই শুরু করা যায়নি। পরে চিকিৎসা শুরু হলে দেখা যায়, হাসপাতালে পর্যাপ্ত সংখ্যায় অক্সিজেন সিলিন্ডার নেই। জানা যায়, যে সংস্থার থেকে অক্সিজেন সিলিন্ডার নেওয়া হয়, প্রায় ৬৬ লক্ষ টাকা বকেয়া থাকায় হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে অস্বীকার করেছে তারা। তার জেরেই এই বিপত্তি। অভিযোগ, অক্সিজেন সিলিন্ডারের অভাবে গত ৪৮ ঘণ্টা কমপক্ষে ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে। ঘটনায় হাসপাতালে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিশুমৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখান রোগীর পরিজনেরা।
#FLASH #UttarPradesh: Encephalitis claims lives of 2 more children at #Gorakhpur‘s BRD Medical College. pic.twitter.com/JtsWBnItsH
— ANI UP (@ANINewsUP) 12 August 2017
[সেনার ফাঁদে কাশ্মীরের আল কায়দা প্রধান জাকির মুসা]
প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই গোরক্ষপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনীকেন্দ্রের হাসপাতালে এত শিশুমৃত্যুর ঘটনায় অস্বস্তিতে পড়েছে উত্তরপ্রদেশ সরকার। পরিস্থিতি মোকাবিলায় শনিবার জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরের জেলাশাসককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং বলেন, শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
[ডোকলামে আরও সেনা পাঠাল ভারত, তবে কি যুদ্ধ আসন্ন?]
এদিকে, এই ঘটনায় দুঃথপ্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। সনিয়া গান্ধী বলেন, হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকেই কাঠগড়ায় তুলেছেন সমাজবাদী পার্টির নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। দোষী শাস্তি দেওয়াই শুধু নয়, মৃত শিশুদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার দাবি করেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.