সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের আপত্তি সত্ত্বেও দলিতকে বিয়ে করেছেন৷ বিজেপি বিধায়কের মেয়ে সাক্ষীর অভিযোগ, তারপর থেকে বাবা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন৷ তরুণীর অভিযোগ ঘিরে তোলপাড় রাজনীতির অলিন্দ৷ অভিযোগ-পালটা সাফাইয়ের মাঝে একটিমাত্র টুইটেই বিতর্ক বাড়ালেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক গোপাল ভার্গব৷ এভাবে চলতে থাকলে কন্যাভ্রূণ হত্যা বাড়বে বলেই দাবি তাঁর৷
রবিবার মধ্যপ্রদেশের বিজেপি নেতা গোপাল ভার্গব টুইটে লেখেন, ‘‘এভাবে পালিয়ে বিয়ে বাড়তে থাকলে একসময় ঘরে ঘরে গর্ভপাত করা হবে৷ সংবাদমাধ্যম যেভাবে পুরো বিষয়টিকে দেখাচ্ছে তা চলতে থাকলে আগামী কয়েক বছরে কন্যাভ্রূণ আর থাকবে না৷ হাসপাতাল, নার্সিংহোমগুলিতে গর্ভপাতের সংখ্যা বাড়তে থাকবে৷ তাতে দেশে পুরুষ-নারীর অনুপাতের হেরফের হয়ে যাবে৷ যতই বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের প্রচার করা হোক না কেনও কোনও লাভ হবে না৷ আমাদের দেশ কীভাবে এগোবে? বরং ৫০ বছর পিছিয়ে যাবে৷’’
ওয়াকিবহাল মহলের দাবি, উত্তরপ্রদেশের বরেলির বিজেপি বিধায়ক রাজেশ মিশ্রের পাশে দাঁড়াতে গিয়েই এমন টুইট করেছেন গোপাল ভার্গব৷ ইতিমধ্যেই এই টুইটের সমালোচনায় সরব হয়েছে সব মহলই৷ কীভাবে বর্তমান যুগে এমন মন্তব্য করা যায়, সেই প্রশ্ন তুলেছেন সমালোচকরা৷
সদ্যই বাড়ির লোকজনের অমতে মন্দিরে গিয়ে দলিত পরিবারের সন্তানকে বিয়ে করেন বিজেপি বিধায়কের মেয়ে সাক্ষী৷ এরপর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বাবার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি৷ পুলিশের কাছ থেকে নিরাপত্তার আরজি জানান৷ বাবার বিরুদ্ধে এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থও হন সাক্ষী৷ ভিডিও প্রকাশের পর লাইভ অনুষ্ঠানেও বাবার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি৷ ভেজা চোখে বাবাকে ভাবনা বদলানোর পরামর্শ দেন সাক্ষী৷
সোমবার এলাহাবাদ হাই কোর্টে বাবার বিরুদ্ধে মামলার শুনানিতে সাক্ষ্য দিতে গিয়ে আক্রান্ত হন সাক্ষী এবং তাঁর স্বামী অজিতেশ৷ এই ঘটনার নেপথ্যেও বাবার কারসাজি রয়েছে বলেই অভিযোগ বিধায়কের মেয়ের৷ যদিও বিধায়ক রাজেশ মিশ্র মেয়ের তোলা অভিযোগ অস্বীকার করেছেন৷ শুধুমাত্র অজিতেশের কম উপার্জন এবং মেয়ের সঙ্গে বয়সের ফারাকের জেরে বিয়েতে বিরোধিতা বলেই দাবি বিধায়কের৷ তবে বিধায়ক যাই বলুক না কেন আদালত প্রাপ্তবয়স্ক সাক্ষী এবং অজিতেশের বিয়েকে মান্যতা দিয়েছে৷
मेरा मानना है कि ऐसी खबरों से अब कन्या भ्रूण हत्या की घटनाएं देश मे अप्रत्याशित रूप से बढ़ेगी तथा महिला पुरुष के लिंगानुपात में भारी अंतर आएगा जो हमे अगले तीन वर्षों में सामाजिक सर्वे में स्पष्ट रूप से दिखेगा
नर्सिंग होम एवं निजी अस्पतालों में गर्भपात का गौरखधंधा खूब फलेगा फूलेगा— Gopal Bhargava (Leader of Opposition) (@bhargav_gopal) July 14, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.