Advertisement
Advertisement

Breaking News

বান্ধবীর চাহিদা মেটাতে টাকা হাতিয়ে শ্রীঘরে গুগল ইঞ্জিনিয়ার

চুরির কথা স্বীকার অভিযুক্তের৷

Google engineer held for theft, says did it to meet girlfriend's expenses
Published by: Kumaresh Halder
  • Posted:October 11, 2018 5:01 pm
  • Updated:October 11, 2018 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বান্ধবীর চাহিদা মেটাতে এবার চুরিবৃত্তির পথই বেছে নিল বছর ২৪-এর ইঞ্জিনিয়ার৷ তবে, কোনও ছোট সংস্থার ইঞ্জিনিয়ার নয়, খোদ গুগলে কর্মরত ইঞ্জিনিয়ারের টাকা হাতানোর খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ চুরির কীর্তি ধরা পড়তেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি ভারতীয় তরুণ ইঞ্জিনিয়ারের৷

[বাংলায় ধেয়ে আসছে তিতলি, শ্রীকাকুলামে প্রাণহানি ২ জনের]

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গুগলের প্রযুক্তি সহায়ক হিসাবে কর্মরত ছিলেন হরিয়ানার বাসিন্দা গর্বিত সাহানি৷ সেমিনারে গিয়ে আধিকারিকের ব্যাগ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ভারতীয় ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে৷ সেমিনারে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশের জালে ধরা পড়ার পর ইঞ্জিনিয়ারের আজব দাবি, বান্ধবীর চাহিদা মেটাতেই নাকি এই কাণ্ড৷ তবে, চোরের মুখ থেকে চুরিবৃত্তির গল্প শুনেও গলতে নারাজ পুলিশ৷ গুগল আধিকারিকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ৷

Advertisement

[চার বছর পর বিমানের জ্বালানিতে শুল্ক কমাল কেন্দ্র]

প্রযুক্তি উন্নয়নের জন্য গত ১১ সেপ্টেম্বর আইবিএমের তরফে একটি সেমিনারের ডাক দেওয়া হয়৷ সেমিনারে গুগল-সহ বেশ কিছু সংস্থার অধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়৷ অভিযোগ, সেমিনার শেষ হতেই দেবযানী জৈন দেখেন, তাঁর ব্যাগ থেকে উধাও ১০ হাজার টাকা৷ এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন৷ পরে সিসিটিভি খতিয়ে দেখে গোটা ঘটনার পর্দাফাঁস করে পুলিশ৷ প্রথমে অভিযুক্ত ওই যুবককে আটক করে পুলিশ৷ শুরু হয় জেরা৷ পুলিশ সূত্রে খবর, জেরায় চুরির অভিযোগ কবুল করে অভিযুক্ত ইঞ্জিনিয়ার৷

[পুজো অনুদান মামলা এবার সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি]

গুগলের মতো একটি সংস্থায় চাকরি করে মাসে হাজার হাজার টাকা বেতন পাওয়ার পরেও কেন চুরির পথ বেছে নিল অভিযুক্ত যুবক? পুলিশি জেরার মুখে ধৃত ইঞ্জিনিয়ারের স্বীকারোক্তি, বান্ধবীর চাহিদা মেটাতে গিয়ে আর্থিক অনটনে ছিলেন তিনি৷ আর সেই কারণেই দশ হাজার টাকা হাতানোর সিদ্ধান্ত নেয় সে৷ পুলিশি জেরার পর ধৃত ওই যুবকের কাছ থেকে খোয়া যাওয়া ৩ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement