Advertisement
Advertisement

ডুডলে এই ভারতীয় নারীকে শ্রদ্ধা গুগলের, জানেন তাঁর আসল পরিচয়?

পরিচয় জানলে আপনিও কুর্নিশ জানাবেন৷

Google Doodle honours first photographer Homai Vyarawalla
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 9, 2017 3:47 am
  • Updated:September 20, 2019 3:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দৃষ্টিভঙ্গি ছিল আর পাঁচজনের থেকে এক্কেবারে আলাদা৷ ছিল সাধারণের মধ্যেও অসাধারণকে খুঁজে নেওয়ার দক্ষতা৷ আর তাই তো তাঁর লেন্সে বন্দি দুনিয়া দেখাত আরও জীবন্ত৷ কথা হচ্ছে এক মহিলা চিত্রগ্রাহকের৷ তবে তিনি যে সে চিত্রগ্রাহক নন৷ এ দেশের প্রথম মহিলা হিসেবে ক্যামেরাকেই পেশা হিসেবে বেছে নেওয়ার সাহস ও উৎসাহ দেখিয়ে ছিলেন ইনি৷ ইনি দেশের প্রথম মহিলা ফটোগ্রাফার হোমাই ভ্যারাওয়ালা৷

[কুম্ভ মেলাকে বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দিল ইউনেসকো]

পরাধীন ভারতে যখন মহিলাদের ঘরের বাইরে যাওয়াতেই অলিখিত নিষেধাজ্ঞা জারি থাকত, তখন ক্যামেরা হাতে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন হোমাই৷ ভারতের স্বাধীনতা সংগ্রাম, প্রথম তেরঙ্গা, মহাত্মা গান্ধীর মৃত্যুর মতো ঐতিহাসিক ঘটনাগুলি লেন্সবন্দি করেছিলেন গুজরাটের এই ফটোগ্রাফার৷ আজ শনিবার তাঁর ১০৪ তম জন্মবার্ষিকীতে তাই তাঁকে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছে গুগল৷ ১৯১৩ সালে আজকের দিনেই গুজরাটের নবসারিতে এক পারসি পরিবারে জন্মেছিলেন তিনি৷ বাবা ট্রাভেলিং থিয়েটারে কাজ করায় বারবারই ঠিকানা বদল হত৷ পড়াশোনার পাশাপাশি কেবলমাত্র শখেই প্রথমে মুম্বইয়ের রাস্তায় ছবি তুলে বেড়াতেন তিনি৷ পরবর্তীকালে নেশাই পেশায় পরিণত হয়৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নয়াদিল্লিতে ব্রিটিশ ইনফরমেশন সার্ভিসেসে চাকরি পেয়েছিলেন৷ সেই সঙ্গে একটি ইংরাজি ম্যাগাজিনের সঙ্গেও যুক্ত ছিলেন৷ যেখানে তাঁর তোলা ছবিগুলি আজও ঐতিহাসিক হয়ে রয়েছে৷ ‘ডালডা ১৩’ (Dalda 13) ছদ্মনামে তাঁর তোলা ছবিগুলি প্রকাশিত হত৷ তবে ১৯৭৩ সালে স্বামীকে হারানোর পর ধীরে ধীরে ফটোগ্রাফি থেকে সরে আসেন৷ ২০১২ সালের ১৫ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোমাই৷

Advertisement

[অস্তিত্বই নেই, তবুও হন্যে হয়ে এই রেস্তরাঁ খুঁজছেন লন্ডনবাসী]

সম্প্রতি ডুডলে ভারতীয় নারীশক্তিকে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে গুগলকে৷ দিন কয়েক আগেই এ দেশের মহীয়সী নারী কর্নেলিয়া সোরাবজির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিল এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন৷ যিনি ছিলেন দেশের প্রথম মহিলা আইনজীবী। তারপর নেটিজেনদের আরেক মহীয়সীর কথা স্মরণ করায় গুগল৷ তিনি রুখমাবাই রাউত৷ ব্রিটিশ আমলে তিনিই ছিলেন প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক৷ এবার ডুডলে স্থান পেলেন হোমাই৷ ভারতীয়দের বিস্মৃতির খাতায় চলে যাওয়া বিভিন্ন ব্যক্তিত্বকে এভাবেই স্মরণ করিয়ে দিচ্ছে গুগল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement