Advertisement
Advertisement
Modi Sundar Pichai

‘আপনার নেতৃত্বে প্রযুক্তিতে উন্নতি করেছে ভারত’, মোদিকে বললেন গুগল CEO

ভারত সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সুন্দর পিচাই।

Google CEO Sundar Picahi meets PM Narendra Modi | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 20, 2022 12:08 pm
  • Updated:December 20, 2022 12:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই জি-২০র (G-20) সভাপতিত্ব পেয়েছে ভারত। আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আয়োজন করতে ভারতকে সমস্ত রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন গুগলের (Google) সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি। দেশের সকলের জন্য মুক্ত ইন্টারনেটের ব্যবস্থা করবেন বলে প্রধানমন্ত্রীকে (Narendra Modi) আশ্বাস দিয়েছেন গুগলের সিইও। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

সোমবার মোদির সঙ্গে দেখা করেন গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর। দু’জনের মধ্যে একাধিক বিষয়ে কথা হয়। সাক্ষাতের পরে একটি ছবি টুইট করেন গুগল সিইও। ক্যাপশনে তিনি লেখেন, “এত সুন্দর সময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক ধন্যবাদ। আপনার নেতৃত্বে প্রযুক্তিগত দিকে অনেক উন্নতি করেছে ভারত। আশা করি ভারতের সঙ্গে আমাদের সংস্থার সম্পর্ক আরও দৃঢ হবে। সেই সঙ্গে জি-২০ সম্মেলন আয়োজনে ভারতকে সমর্থন জানাব। আগামী দিনে সকলের জন্য মুক্ত ইন্টারনেটের ব্যবস্থা করার পথেও এগোচ্ছি আমরা।”

Advertisement

[আরও পড়ুন: পুরনো মামলায় পুলিশি হেফাজত, এখনই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারছে না ইডি]

এই সাক্ষাৎ নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রীও। “সুন্দর পিচাইয়ের সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। অনেক বিষয়ে আলোচনা হল। মানুষের উন্নতির জন্য প্রযুক্তিকে যেন সঠিকভাবে ব্যবহার করা হয়। সেই কাজে যেন বিশ্বের সকল দেশ একসঙ্গে কাজ করেন।” 

প্রসঙ্গত, চলতি বছরেই সুন্দর পিচাইকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছিল। স্যান ফ্রান্সিসকোতে বসে এই সম্মান গ্রহণ করেছিলেন তিনি। তারপর এই প্রথমবার ভারত সফরে এসেছেন গুগল সিইও। সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল পিচাইকে। গুগল সংক্রান্ত একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন সংস্থার সিইও।

[আরও পড়ুন: অবৈধ বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত ভূমি দপ্তরের আধিকারিকরা, হামলা পুলিশের গাড়িতেও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement