Advertisement
Advertisement

আধার কর্তৃপক্ষের নম্বর বিভ্রাটের কারণ প্রকাশ্যে, দায় স্বীকার নামী সংস্থার

বিশেষজ্ঞরা উড়িয়ে দিচ্ছেন না হ্যাকিংয়ের সম্ভাবনা৷

Google admitted inadvertently coded UIDAI helpline numbers into smartphones
Published by: Tanujit Das
  • Posted:August 4, 2018 9:50 am
  • Updated:August 4, 2018 10:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ জানত না কোথা থেকে আসেছে৷ কিন্তু অনেকের মোবাইল কনট্যাক্ট লিস্টেই সেভ হয়ে যাচ্ছে Unique Identification Authority of India (UIDAI) বা আধার কর্তৃপক্ষের নম্বর৷ তবে তা সঠিক নম্বর নয়, সম্পূর্ণ ভুল৷ শুক্রবার থেকে এমনই অদ্ভুত কাণ্ডকারখানা নিজেদের মোবাইল কনট্যাক্ট লিস্টে লক্ষ্য করেন বহু গ্রাহক৷ ঘটনার প্রভাব এতটাই গভীরে পৌঁছায় যে, রাতেই বিবৃতি দিতে বাধ্য হয় আধার কর্তৃপক্ষ৷ নড়েচড়ে বসে গুগল এবং অ্যাপেলও৷ শুরু হয় তদন্ত, অবশেষে জানা যায় গুগলের অপারেটিং সিস্টেমে গণ্ডগোলের কারণেই ঘটনার সূত্রপাত৷

[সোপিয়ানে খতম ৫ জঙ্গি, এলাকায় জোর তল্লাশি ভারতীয় সেনার]

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার থেকে বহু মোবাইল সংস্থার গ্রাহক লক্ষ্য করেন তাঁদের কনট্যাক্ট লিস্টে সেভ করা রয়েছে টোল ফ্রি ফোন নম্বর 18003001947৷ নামের স্থানে দেখাচ্ছে UIDAI৷ এরপরেই বিষয়টি আধার কর্তৃপক্ষের নজরে আনা হয়৷ কিন্তু ঘটনাটি তাঁদের দেখার বিষয় নয় বলে কার্যত হাত তুলে নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ টুইট বার্তায় UIDAI জানায়, গত দু’বছর ধরে আধার কর্তৃপক্ষের একটিই টোল ফ্রি নম্বর রয়েছে, যেটি হল ‘1947’৷ অন্য কোনও নম্বর তাঁদের নেই৷ পরামর্শ দেয়, প্রতিটি উপভোক্তা যেন নিজ নিজ মোবাইল কনট্যাক্ট লিস্ট থেকে ম্যানুয়ালি 18003001947 নম্বরটি ডিলিট করে দেন এবং যেন সিম কার্ড অপারেটিং সংস্থার দ্বারস্থ হন৷ ঘটনার বিষয়ে মুখ খুলেছে, The Cellular Operators Association of India (COAI)৷ তাঁরা বিবৃতি প্রকাশ করে জানায়, কোনও মোবাইল সিম প্রদানকারী সংস্থার পক্ষ থেকে এমন কোনও নম্বর প্রকাশ করা হয়নি বা গ্রাহকদের ফোনে অটোমেটিক সেভ করা হয়নি৷

[কালাপানির ইতিহাস অতীত, নাগরিকপঞ্জিতে নাম নেই বাহাদুর গাঁওবুড়ার পরিবারের]

আধার সিইও, অজয় ভূষণ পাণ্ডে জানান, Indian Computer Emergency Response Team (CERT-In) বিষয়টির তদন্ত শুরু করেছে৷ বিষয়টিকে নজরে রাখে গুগল ও অ্যাপেল৷ কারণ, এই দুই সংস্থার অপারেটিং সিস্টেম ব্যবহার করেই বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ফোন কাজ করে৷ প্রথমে, বিষয়টিকে অপারেটিং সিস্টেমের অসুবিধা নামতে না চাইলেও৷ পরে নিজেদের মতো করে বিষয়টির তদন্ত শুরু করে দুটি সংস্থা৷ জানা গিয়েছে, অবশেষে শুক্রবার গভীর রাতে, নিজেদের দোষ স্বীকার করে গুগল৷ ক্ষমা চেয়ে সংস্থাটি জানায়, তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমে গণ্ডগোলের কারণেই বহু অ্যানড্রয়েড ফোনে এই সমস্যা দেখা দিয়েছে৷ বিষয়টিকে নজরে আনার জন্য তারা ধন্যবাদ জানান মোবাইল ফোন গ্রাহকদেরও৷ তবে এমন অদ্ভূত ঘটনায় স্বভাবতই ঘাবড়ে গিয়েছেন অনেক মোবাইল ফোন ব্যবহারকারী৷ বিশেষজ্ঞরা জানিয়েছে, এর মাধ্যমে কোনও মতেই উড়িয়ে দেওয়া যায় না হ্যাকিংয়ের সম্ভবনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement