Advertisement
Advertisement
পল্লব লোচন দাস

“রাস্তা ভাল হলেই বেশি দুর্ঘটনা হয়”, হাস্যকর মন্তব্য বিজেপি সাংসদের

আজব সাফাই দিলেন সাংসদ, হাসির রোল নেটদুনিয়ায়।

Good roads cause more accidents, says Assam BJP MP
Published by: Subhajit Mandal
  • Posted:November 4, 2019 12:49 pm
  • Updated:November 4, 2019 12:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনাকে যদি প্রশ্ন করা হয়, খানাখন্দ ছাড়া ভাল রাস্তা, নাকি খানাখন্দে ভরপুর খারাপ রাস্তা, কোনটি আপনার পছন্দ? নিঃসন্দেহে আপনি বলবেন, ভাল খানাখন্দহীন রাস্তার কথা। কিন্তু, অসমের এই বিজেপি সাংসদের ভাল রাস্তা পছন্দ নয়। তিনি মনে করেন, ভাল রাস্তার চেয়ে খারাপ-খানাখন্দে ভরপুর রাস্তা অনেক ভাল। কারণ, ভাল রাস্তায় নাকি দুর্ঘটনা বেশি হয়। রাস্তা খারাপ হলে দুর্ঘটনা অনেকটা কম হয়।


ইনি অসমের তেজপুরের সাংসদ পল্লব লোচন দাস। একসময় কংগ্রেস করতেন। পরে বিজেপিতে যোগদান করেন। এবারের নির্বাচনে তেজপুর থেকে বিজেপির টিকিটেই নির্বাচিত হয়ে এসেছেন। অসমের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার নিজের এলাকায় একটি জনসভায় সাধারণ নাগরিকদের অভাব অভিযোগদের কথা শুনছিলেন সাংসদ। তাদের প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন বিজেপি নেতা।

Advertisement

[আরও পড়ুন: “দিল্লির দূষণ রুখতে ইন্দ্রদেবের যজ্ঞ করুন”, পরামর্শ উত্তরপ্রদেশের মন্ত্রীর ]


একজন খারাপ রাস্তা নিয়ে প্রশ্ন করেন সাংসদকে। এলাকার খারাপ রাস্তা প্রসঙ্গে তিনি সাফাই দেন, “খারাপ রাস্তা হলে দুর্ঘটনা কম হয়। ভাল রাস্তায় তুলনামূলকভাবে দুর্ঘটনা বেশি হয়। তাই ভাল রাস্তা আমার পছন্দ নয়। খারাপ রাস্তা হলে তরুণ প্রজন্ম আস্তে আস্তে বাইক চালায়, তাই দুর্ঘটনাও কম হয়। কিন্তু, ভাল রাস্তায় তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা অনেক জোরে বাইক চালায় তাই দুর্ঘটনাও বাড়ে।”

[আরও পড়ুন: NRC ভবিষ্যতের ভিত্তি, মন্তব্য প্রধান বিচারপতি রঞ্জন গগৈর]


বিজেপি সাংসদের বক্তব্যে কেউই কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না। উলটে এই বক্তব্যকে অনেকেই হাস্যকর মনে হচ্ছে। পরিসংখ্যান বলছেন, প্রতি বছর ভারতে শুধু খারাপ রাস্তার জন্য কয়েক হাজার দুর্ঘটনা হয়। প্রতিবছর প্রায় ১৫ হাজার মানুষ মারা যান শুধু খারাপ রাস্তার কারণে হওয়া দুর্ঘটনার জেরে। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট বলছে, ২০১৭ সালে উত্তরপূর্বের রাজ্যগুলির মধ্যে অসমেই সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে। আর এর অধিকাংশের দায় খারাপ রাস্তার। অথচ, সাংসদ বলছেন ভাল রাস্তার থেকে খারাপ রাস্তা ভাল। সাংসদের এই বক্তব্যে হাসির রোল উঠেছে নেটদুনিয়াতেও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement