ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) খুনে অভিযুক্ত গোল্ডি ব্রারকে জঙ্গি তকমা ভারতের। সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, UAPA আইনের আওতায় সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করা হল গোল্ডি ব্রারের (Goldy Brar) নাম। নিষিদ্ধ খলিস্তানি সংগঠন বব্বর খালসা ইন্টার ন্যাশনালের সঙ্গে যোগ রয়েছে এই গ্যাংস্টারের। ভারতবিরোধী কাজের সঙ্গে একাধিকবার জড়িয়েছে বব্বর খালসার নাম। এই সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগেই গ্যাংস্টারকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছে ভারত।
Ministry of Home Affairs has declared gangster Satwinder Singh alias Satinderjit Singh alias Goldy Brar as a terrorist under the Unlawful Activities (Prevention) Act, 1967. pic.twitter.com/9Ea9R6VlQ5
— ANI (@ANI) January 1, 2024
২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার পরেই আলোচনায় উঠে এসেছিল গোল্ডি ব্রারের নাম। কানাডানিবাসী গ্যাংস্টারের মদতেই মুসেওয়ালাকে খুনের অভিযোগ ওঠে। তার পরে অবশ্য নিজেই এই খুনের দায় স্বীকার করে গোল্ডি ব্রার। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। খলিস্তানি নেতার বিরুদ্ধে ইন্টারপোলের নোটিস, জামিন অযোগ্য ওয়ারেন্ট সমস্ত কিছু জারি করা হলেও এখনও পাকড়াও করা যায়নি গোল্ডি ব্রারকে।
বছরের প্রথম দিনই অভিযুক্ত খলিস্তানি নেতাকে সন্ত্রাসবাদী তকমা দিল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি একটি সংস্থার মদতে খুন, হুমকি ফোন, অস্ত্র পাচারের মতো একাধিক অপরাধ করেছে গোল্ডি ব্রার। বিশেষত, ভাড়াটে বন্দুকবাজদের অস্ত্রের জোগান দিয়ে খুনও করিয়েছে। পাঞ্জাবের শান্তি ও সংহতি বিঘ্নিত করতেও বারবার চেষ্টা চালিয়েছে সে। সব মিলিয়ে UAPAর চতুর্থ শিডিউলের আওতায় জঙ্গি তকমা দেওয়া হয়েছে গোল্ডিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.