Advertisement
Advertisement

Breaking News

Abhilash Tomy

আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রবল সামুদ্রিক ঝড়ের মুখে ভারতীয় নৌসেনা জওয়ান

গুরুতর আহত ওই জওয়ানের নড়াচড়ারও ক্ষমতা নেই বলে খবর৷

Rescue operations started for injured Indian Navy officer Abhilash Tomy
Published by: Tanujit Das
  • Posted:September 23, 2018 9:56 am
  • Updated:April 1, 2019 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গোল্ডেন গ্লোব রেস’ প্রতিযোগিতা দেশের প্রতিনিধিত্ব করতে নেমে চরম বিপদের মুখে ভারতীয় নৌসেনার জওয়ান অভিলাষ টমি৷ শুক্রবার ভারত মহাসাগরের দক্ষিণাংশে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের মুখে পড়ে তাঁর ভেসেল ‘থুরিয়া’৷ গুরুতর জখম হন কীর্তিচক্র পুরস্কার পাওয়া ৩৯ বছরের এই ভারতীয় জওয়ান৷ দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর আয়োজকদের যোগাযোগ গড়ে তুলতে সক্ষম হন টমি৷ তাঁকে উদ্ধার করতে নেমেছে ওই রেসের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র ফ্রান্স৷  নৌবাহিনীর ওই জওয়ানকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়াও৷

[বাড়ি যাবেন না, জঙ্গি হামলা রুখতে অফিসারদের বার্তা জম্মু-কাশ্মীর পুলিশের]

Advertisement

এই প্রতিযোগিতায় সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে থেকে সমুদ্রপ্রেমীরা অংশগ্রহণ করেন৷ উত্তাল সমুদ্রে পাল তুলে বেরিয়ে পড়েন রোমহর্ষক অভিযানে৷ পয়লা জুলাই থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ  করেছেন ভারতীয় নৌবাহিনীর জওয়ান অভিলাষ টমি৷ তিনিও পাড়ি দেন সমুদ্রে৷ অভিলাষের ভেসেল থুরিয়ার একটি আনুমানিক অবস্থান জানতে পেরেছেন উদ্ধারকারীরা৷ জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার পার্থ থেকে ১৯০০ নটিক্যাল মাইল এবং কন্যাকুমারী থেকে ২৭০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন অভিলাষ৷ প্রবল সামুদ্রিক ঝড়ের সঙ্গে মোকাবিলা করে কোনও রকমে আয়োজকদের বার্তা পাঠাতে পেরেছেন তিনি৷ সূত্রের খবর, তিনি গুরুতর জখম৷ নড়াচড়া করতে পারছেন না৷

[বিশ্বের চতুর্থ ভয়ঙ্করতম উগ্রপন্থী সংগঠন মাওবাদী!]

ভারত তো বটেই, নৌবাহিনী জওয়ান অভিলাষ টমিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নৌবাহিনীও৷ ভারতীয় নৌসেনার পক্ষ থেকে উদ্ধারকার্যে  পাঠানো হয়েছে  আইএএস সাতপুরা ও আইএনএস জ্যোতি নামে দুটি যুদ্ধ জাহাজ  এবং সেনা হেলিকপ্টার চেতককে৷ ভারতীয় নৌসেনায় উল্লেখযোগ্য কাজের জন্য ২০১৩-তে অভিলাষ টমিকে কীর্তিচক্র পুরস্কার প্রদান করেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ এমনকী, তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কারও পেয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement