Advertisement
Advertisement

বাড়ল সোনা, কমছে জমি-ফ্ল্যাটের দাম

বুধবার ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৩৪ হাজার টাকা৷ তবে খুশি রিয়েল এস্টেট ব্যবসায়ীরা৷

Gold price is high, Property Prices Will Bottom Out
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2016 5:07 pm
  • Updated:November 9, 2016 5:07 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: নোট বাতিলের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই দাম বাড়ল সোনার৷ বুধবার ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৩৪ হাজার টাকা৷ বিয়ের মরসুমে এই সোনার দাম বাড়ায় কিছুটা হলেও চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ৷ যদিও সকলেই প্রধানমন্ত্রীর পদক্ষেপকে প্রশংসা করেছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন যে, কালো টাকা ও দুর্নীতি রোধেই মঙ্গলবার মধ্যরাত থেকে বাতিল করা হল ৫০০ ও ১০০০ টাকার নোট৷ রাষ্ট্রপতি থেকে শুরু করে বহু রাজনৈতিক নেতাই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে সমর্থন করেছেন৷

তবে সোনার দাম বাড়ার মধ্যেই দেশবাসীর জন্য সুখবর৷ সুখবরটা দিল রিজার্ভ ব্যাঙ্ক৷ ১১ নভেম্বর থেকেই এটিএম-এ মিলবে ৫০ টাকার নোট৷ আর এ খবর শোনার পর থেকেই সাধারণ মানুষ খুচরো টাকা পাওয়ার আশায় স্বস্তি পেয়েছেন৷ জনগণের সুবিধার কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরবিআই৷

Advertisement

পাশাপাশি, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের ফলে জমি ও বাড়ির দাম অনেকটাই কমে যাবে অনুমান বিশেষজ্ঞ মহলের৷ তারা দাবি করেছেন, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে স্বচ্ছতা আসবে রিয়েল এস্টেট ব্যবসায়৷ আর এর ফলে শীঘ্রই জমি ও বাড়ির দাম বেশ খানিকটা কমে যাবে৷ বিশেষজ্ঞ মহল মনে করছে, সম্পত্তি কেনাকাটায় ৩০ শতাংশ সংশোধন আসতে পারে৷ আর এর জেরে আখেরে লাভবান হবে আমজনতা৷ কারণ, সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই চলে আসবে জমি ও বাড়ি কেনা৷

দিল্লির এক রিয়েল এস্টেট ব্যবসায়ী জানিয়েছেন, যাঁরা জমি-বাড়ির স্বপ্ন দেখছেন, এটাই তাঁদের জন্য একেবারে আদর্শ সময়৷ এমনকী সরকারের এই সিদ্ধান্তের জেরে বিদেশি লগ্নিকারীরাও যে এরপর রিয়েল এস্টেট ব্যবসায় আরও বেশি করে বিনিয়োগ করবেন বলে মনে করছেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement