ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন অর্থবর্ষের শুরুতেই বাজারে বহু নিয়মকানুন বদলে যাচ্ছে। ফেব্রুয়ারিতে পাশ হওয়া বাজেট (Union Budget)লাগু হবে এপ্রিল থেকে। ফলে বিভিন্ন সামগ্রীতে দরদামেও পরিবর্তন হওয়া স্বাভাবিক। তবে এবার বদল আসছে সোনা কেনার (Buying Gold) নিয়মে। সদ্য কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে নয়া নিয়মের কথা জানানো হয়েছে। তাতে উল্লেখ রয়েছে ৬ সংখ্যার হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন বা HUID-এর কথা। যা ভালভাবে খতিয়ে দেখে না কিনলে আপনার কষ্ট করে জমানো টাকা দিয়ে কেনা সোনার গয়নাটি মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে। তাই আগামী মাসে সোনা কেনার আগে ভালভাবে জেনে নিন নয়া নিয়মের বিষয়ে।
কেন্দ্রের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ এপ্রিল থেকে সোনার গয়না কিনলে তাতে ৬ সংখ্যার হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (Hallmark Unique Identification) রয়েছে কিনা, দেখে নিতে হবে। কারণ, সোনায় সেই সংখ্যা থাকা বাধ্যতামূলক। এই HUID হবে আলফানিউমেরিক, অর্থাৎ সংখ্যার সঙ্গে বর্ণও থাকবে। সোনা কেনার সময় প্রতারণা ঠেকাতে এই নয়া HUID চালু করার কথা ভেবেছে উপভোক্তা বিষয়ক মন্ত্রক। নতুন কেনা সোনায় এই HUID না থাকলে তা ‘অবৈধ’ বলে গণ্য করা হবে।
এখনকার সোনার গয়নায় যে হলমার্ক থাকে, তা চার সংখ্যার। ১ এপ্রিল থেকে তা বদলে যাবে ৬ সংখ্যায়। ফলে ওইদিন থেকে ক্রেতারা যা কিনবেন, তাতে ওই ৬ সংখ্যার নম্বর থাকা বাধ্যতামূলক। আসছে বিয়ের মরশুম। সোনার গয়না (Gold ornaments) কেনার ধুম বাড়বে। ফলে ক্রেতাদের নয়া নিয়ম মেনেই তা কিনতে হবে। এছাড়া কেন্দ্রের বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, যারা পুরনো সোনার গয়না বদলে নতুন গয়না কেনার কথা ভাবছেন, তাঁরাও অবশ্যই HUID দেখে তবেই নতুন গয়নাটি কিনবেন।
২০২১ সালের মাঝামাঝি সময় থেকে কেন্দ্রীয় সরকার সোনার গয়না কেনার ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক করেছে। ক্রেতাদের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত। হলমার্কের ওই নম্বরে প্রতারণা ঠেকানোর পাশাপাশি গয়না সম্পর্কে যাবতীয় তথ্যও মিলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.