Advertisement
Advertisement
আসাদউদ্দিন ওয়েইসি

‘মুখে গান্ধী, মনে গডসে’, বিজেপি সরকারকে কটাক্ষ আসাদউদ্দিন ওয়েইসির

মহাত্মা গান্ধীর নামে বিজেপি দেশকে বোকা বানাচ্ছে বলেও তাঁর অভিযোগ।

Godse in mind, Gandhi on lips of government: Asaduddin Owaisi
Published by: Soumya Mukherjee
  • Posted:October 3, 2019 5:23 pm
  • Updated:October 3, 2019 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠান হয়। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিজেপি এবং কংগ্রেসের তরফেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যা দেখে ‘জাতির জনক’-এর সার্ধশতবর্ষে তাঁকে নিয়ে অযথা টানাটানি করা হচ্ছে বলে সমালোচনা করেন অনেকে। এবার এই বিষয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে কটাক্ষ করলেন হায়দরাবাদের সাংসদ ও এআইএমআইএম-র প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

[আরও পড়ুন: ডাইন অপবাদে পৈশাচিক অত্যাচার, ৬ বৃদ্ধের দাঁত উপড়ে মল খাওয়াল মহিলারা]

আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে বুধবার রাতে এআইএমআইএম প্রার্থীদের হয়ে প্রচার করতে ঔরঙ্গাবাদ গিয়েছিলেন আসাদউদ্দিন। সেখানে বক্তব্য রাখার সময় তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান শাসকরা নাথুরাম গডসে নিজেদের নায়ক বলে মনে করে। বলেন, ‘আজ আমরা মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন করছি। কিন্তু, বিজেপি সরকার মুখে গান্ধীর কথা বললেও তাদের মনে রয়েছে নাথুরাম গডসে। আসলে গান্ধীজির নামে নিজেদের দোকান চালাচ্ছে তারা। তাঁর নাম করে গোটা দেশকে বোকা বানাচ্ছে।’

Advertisement

দেশের অবস্থা খুব ভয়ানক বলেও বুধবার অভিযোগ করেন তিনি। বিজেপিকে তীব্র আক্রমণ করেন বলেন, ‘বর্তমান শাসকরা নাথুরাম গডসে-কে তাদের নায়ক হিসেবে সম্মান করে। গডসে গান্ধীকে তিনটি গুলি করেছিল। কিন্ত, এখন সাধারণ মানুষরা প্রতিদিন খুন হয়। বর্তমান সময়ে গান্ধীজির অহিংসা নীতি মেনে চলার খুব প্রয়োজন রয়েছে। তিনি সবসময় দেশের কৃষকদের উন্নতি নিয়ে চিন্তা করতেন। কিন্তু, এখন প্রতিদিন কৃষকরা আত্মহত্যা করছেন। সব দেখেও কী করছে বর্তমান সরকার?’

[আরও পড়ুন:সূচনা বন্দে ভারত এক্সপ্রেসের, ৩৭০ ধারা বাতিলের পর প্রথম ‘বড় উপহার’ পেল কাশ্মীর]

গতকাল বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি ঔরঙ্গাবাদ বিধানসভার দলীয় প্রার্থীকে জেতানোর জন্যও মানুষের কাছে আবেদন করেন তিনি। বলেন, ‘ঐক্যবদ্ধ দেশ গড়তে হলে ধর্ম দেখবেন না। আমাদের প্রার্থী ইমতিয়াজ জলিলকে সবাই মিলে ভোট দিয়ে জেতান।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement