ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকার সঙ্গে ভালো কিছু মুহূর্তে কাটাতে গোয়া ঘুরতে গিয়েছিলেন যুবক। কিন্তু সৈকত শহরে যে এমন অভিজ্ঞতা হবে, স্বপ্নেও ভাবেননি তিনি। রীতিমতো মারধর করা হয় তাঁকে! ক্ষোভ উগরে দিয়ে সোশাল মিডিয়ায় এমনই দাবি করেছেন তিনি।
বছরভর গোয়ায় ভিড় থাকে পর্যটকদের। তেমনই সম্প্রতি বান্ধবীকে সঙ্গে নিয়ে সে শহরে পৌঁছে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু অভিজ্ঞতা বিশেষ সুখকর হয়নি। রেডিট পোস্টে তিনি জানান, ‘আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গোয়া গিয়েছিলাম। প্রখর রোদ থেকে বাঁচতে স্কুটির বদলে এবার একটা গাড়ি ভাড়া নিই। ফেরার পথে আমি ওকে বিমানবন্দরে নামিয়ে ট্রেন ধরার জন্য মারগাঁও স্টেশনের দিকে রওনা দিই। পথে স্থানীয় দুই বাইক আরোহীকে টপকে যাই। যদিও আমার গাড়ি তাদের বাইককে স্পর্শও করেনি। তা সত্ত্বেও দু’জন আমার গাড়ি ধাওয়া করে। মাঝরাস্তায় আমার গাড়ি থামিয়ে দেয়। গাড়ির কাচ না খুললে ইট দিয়ে কাচ ভেঙে দেওয়ার হুমকিও দেয়!’
ওই যুবক জানান, এরপর তিনি কাচ খুলতেই তাঁকে কিল-চড়-ঘুসি মারতে শুরু করে ওই বাইক আরোহী। আরেক ব্যক্তি ক্রমাগত গালিগালাজ করতে থাকে তাঁকে। শেষমেশ স্থানীয় কয়েকজন এসে তাঁকে এমন পরিস্থিতি থেকে উদ্ধার করেন বলে দাবি যুবকের। তবে শহর ছাড়ার আগে এমন ভয়ংকর অভিজ্ঞতায় স্তম্ভিত তিনি। আর এই কারণেই তিনি জানিয়েছেন, আর হয়তো কখনও গোয়া ঘুরতে যাবেন না তিনি।
যুবকের পোস্ট দেখে অনেকেই গোয়ায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে দাবি করেছেন, আগে নির্ভয়ে গোয়ার সৈকতে ঘুরে বেড়ানো যেত। কিন্তু সম্প্রতি যে সব খবর শিরোনামে আসছে, তাতে এই শহরের থেকে ক্রমেই মুখ ফেরাচ্ছেন পর্যটকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.