Advertisement
Advertisement
Goa TMC

গোয়ায় ফের শক্তিবৃদ্ধি তৃণমূলের, দলে যোগ দিলেন কংগ্রেসের রাজ্য মুখপাত্র

গোয়ার কংগ্রেস নেতৃত্ব দিশাহীন, দলত্যাগ করে বললেন ওই মুখপাত্র।

Goa Congress leader Rakhi Prabhudessai Naik joined TMC | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 6, 2022 10:05 am
  • Updated:January 6, 2022 11:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগে গোয়ায় তৃণমূলের পাঁচ নেতার দলত্যাগ নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। বিরোধীরাও এরাজ্যের শাসক শিবিরকে কম কটাক্ষ করছিল না। কিন্তু সেসব কটাক্ষের মধ্যেই ফের সৈকত রাজ্যে শক্তিবৃদ্ধি হল তৃণমূলের (TMC)। দলে যোগ দিলেন কংগ্রেসের রাজ্য মুখপাত্র রাখি প্রভুদেশাই নায়েক (Rakhi Prabhudessai Naik)।

মাস দু’য়েক আগেই শিব সেনা ছেড়ে কংগ্রেসে (Congress) যোগ দিয়েছিলেন রাখি। তাঁকে দলের রাজ্য মুখপাত্রও নিয়োগ করা হয়। কিন্তু দু’মাসের মধ্যেই নিজের ‘ভুল’ বুঝতে পারেন ওই কংগ্রেস নেত্রী। তাঁর বক্তব্য, গোয়ার কংগ্রেস নেতৃত্ব দিশাহীন। কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কাজ করছেন স্থানীয় নেতারা। বুধবার দুপুরেই কংগ্রেসের মুখপাত্রের পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেন রাখি। এরপরই সন্ধেয় গোয়া তৃণমূলের পর্যবেক্ষক মহুয়া মৈত্রের (Mohua Moitra) হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি।

[আরও পড়ুন: পাইলটের মুহুর্তের অসতর্কতায় দুর্ঘটনার কবলে রাওয়াতের কপ্টার? চাঞ্চল্যকর ইঙ্গিত তদন্ত রিপোর্টে]

প্রসঙ্গত, ত্রিপুরার পর পশ্চিম ভারতের সৈকত রাজ্য গোয়ায় সংগঠন বিস্তারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বেশ কয়েকবার গোয়ায় ঘুরে এসেছেন। তাঁর হাত ধরে সেখানে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন খ্যাতনামা টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি। গোয়ায় সংগঠন তৈরির ভার সঁপে দিয়েছেন দলের অন্যতম ভরসাযোগ্য সাংসদ মহুয়া মৈত্রর হাতে। দায়িত্ব পাওয়ার পর থেকে গোয়ার মাটি আঁকড়ে পড়ে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

[আরও পড়ুন: ‘মোদির নিরাপত্তায় গলদ ছিল না, কৃষকদের উপর লাঠি চালাতে পারব না’, সাফাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর]

দিন কয়েক আগে মহুয়ার পাশাপাশি আরও দু’জন ভরসাযোগ্য নেতাকে গোয়ার কো-ইনচার্জের দায়িত্ব দিয়েছে তৃণমূল। তাঁরা হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Susmita Deb) ও আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। এই দু’জন কো-ইনচার্জ নিয়োগের পরই কংগ্রেসের প্রভাবশালী নেত্রীর যোগদান গোয়ায় তৃণমূলকে আরও উদ্বুদ্ধ করবে, তাতে সংশয় নেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement