Advertisement
Advertisement

ভারতীয় বিমানে বাড়বে রোলস-রয়েস ইঞ্জিনের ব্যবহার

ভারতীয় বায়ুসেনার প্রায় ৭৫০টি বিমানে রোলস-রয়েস ইঞ্জিন ব্যবহার করা হয়৷

Global aircraft engine legend Rolls-Royce has announced plans to strengthen its engineering centre in Bengaluru to 500 engineers by 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2016 1:07 pm
  • Updated:October 27, 2018 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের এরোস্পেস ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে ২০১৭ সালের মধ্যে মার্কিন সংস্থা রোলস-রয়েস তাদের বেঙ্গালুরুর গবেষণা কেন্দ্রে ৫০০ ইঞ্জিনিয়ার নিয়োগ করবে৷ রোলস-রয়েস ইন্ডিয়ার প্রেসিডেন্ট কিশোর জয়রামন এ কথা জানিয়ে বলেছেন, “বর্তমানে বেঙ্গালুরুতে রোলস-রয়েস গবেষণাকেন্দ্রে ২০০ জন ইঞ্জিনিয়ার কর্মরত৷ আগামী বছর সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ৫০০৷”

দেশের এরোস্পেস ও এভিয়েশন সেক্টরে রোলস-রয়েসের প্রায় ১২৫০ জন ইঞ্জিনিয়ার ২০০৫ সাল থেকে নিযুক্ত রয়েছেন৷ মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে দেশের সামরিক ও অসামরিক বিমানে রোলস-রয়েসের ইঞ্জিনের সংখ্যা বাড়াবে মার্কিন সংস্থাটি৷ এখনই দেশের ৭ কোটি মানুষ বিমানে যাতায়াত করেন৷ ২০২৭ সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০ কোটি৷ ওই বিপুল সংখ্যক যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছে দিতে ভবিষ্যতে ভারী বিমানের প্রয়োজন আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

Advertisement

কিশোর জয়রামন বলেছেন, “এ দেশে দূরপাল্লার বিমানের চাহিদা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে৷ ছোট বিমান বেশিদূর ও বেশিক্ষণ উড়তে পারে না, তাদের ইঞ্জিনের সেই ক্ষমতা নেই৷ কিন্তু এখন দেশের বিমানসংস্থাগুলি আরও শক্তিশালী ইঞ্জিন বিমানে ব্যবহার করতে চায়৷ তাই আমরা বিমান সংস্থাগুলির সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছি৷ বাজারের গতিমুখ বুঝে রোলস-রয়েসের ভবিষ্যত পরিকল্পনা স্থির করা হবে৷” এখনই যুদ্ধ, মাল পরিবহণ ও নজরদারির জন্য ভারতীয় বায়ুসেনার প্রায় ৭৫০টি বিমানে রোলস-রয়েস ইঞ্জিন ব্যবহার করা হয়৷ ভবিষ্যতে সেই সংখ্যাও বাড়বে বলে মনে করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement