সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্নবর্ণের পরিবারে জন্মেছিল এক কিশোর৷ কিন্তু বন্ধুত্ব কি আর ধর্ম-বর্ণ বোঝে? তাই উচ্চবর্ণের পরিবারের মেয়ের সঙ্গেই বন্ধুত্ব পাতিয়েছিল সে৷ বন্ধুকে ভালবেসে চকলেট দিয়েছিল৷ কিন্তু মাতব্বরদের চোখে সেটাই ছিল কিশোরের ‘অপরাধ’৷ শাস্তিস্বরূপ কিশোরকে উলঙ্গ করে ঘোরানো হল গোটা গ্রামে৷ এই ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
দু’দিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করেই থমথমে মহারাষ্ট্রের কোলাপুর৷ মাসখানেক আগে উচ্চবর্ণের পরিবারের এক কিশোরীর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় বছর তেরোর কিশোরের৷ বন্ধুত্বের গভীরতা নজরে আসে দুটি পরিবারের৷ আজারা থানার পুলিশ আধিকারিক জানান, কয়েকদিন আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে চকলেট দিতে যায় ওই কিশোর৷ এই কথা বাড়িতে বাবা-মাকে জানায় মেয়েটি৷ তারপর থেকে দুই পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়৷ মুম্বইতে কাকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ওই কিশোরীকে৷ শুক্রবার কিশোরীর কাকা গ্রামে আসেন৷ এরপর কিশোরের বাড়িতে যান মেয়েটির কাকা৷ নিম্নবর্ণের হওয়া সত্ত্বেও কেন তার ভাইঝিকে চকলেট দিল ওই কিশোর, তা নিয়ে তার পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তিনি৷ অভিযোগ, কথাবার্তা চলাকালীন আচমকাই কিশোরকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে চলে যান৷ অভিযোগ, ওই ঘরে তালাবন্ধ করে কিশোরকে বেধড়ক মারধরও করা হয়৷ কিশোরের পরিজনদের কথায় আমল না দিয়েই উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাকে৷ সেই অবস্থাতেই গ্রাম পঞ্চায়েত দপ্তর পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় কিশোরকে৷ মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েছে কিশোর৷ এলাকার এক হাসপাতালে চিকিৎসা চলছে তার৷
এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার৷ পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫২, ৩২৩ ও ৫০৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এখনও গোটা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে৷ কিশোর ও কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারিকরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.