Advertisement
Advertisement
Rajnath Singh

‘সন্ত্রাসীদের মোক্ষম জবাব’, উপত্যকার নিরাপত্তা ইস্যুতে সেনার প্রশংসায় রাজনাথ

'নিরাপত্তায় কোনও খামতি নেই কাশ্মীরে', স্পষ্ট বার্তা রাজনাথের।

Giving Befitting Reply, Rajnath Singh On Recent Terror Attacks In J&K

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:November 2, 2024 10:57 pm
  • Updated:November 2, 2024 10:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামলা পালটা হামলায় রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। শনিবারও গুলির শব্দে ঘুম ভেঙেছে ভূস্বর্গের। হিংসাদগ্ধ জম্মু ও কাশ্মীর নিয়ে শনিবার বড় বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেনার প্রশংসা করে তিনি জানিয়ে দিলেন, নিরাপত্তায় কোনও খামতি নেই কাশ্মীরে। দেশের সুরক্ষাবাহিনী মোক্ষম জবাব দিয়েছে জঙ্গিদের।

শনিবার উত্তরপ্রদেশের কানপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজনাথ সিং। সেখানেই সংবাদমাধ্যমের মুখমুখি হয়ে বলেন, ‘আগের তুলনায় সন্ত্রাসবাদী হামলা অনেক কমে গিয়েছে। এবং আগামীদিনে এমন সময় আসবে যখন জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। আরও উন্নতি হবে সেখানে।’ একইসঙ্গে যোগ করেন, ‘দেশের সুরক্ষাবাহিনী মোক্ষম জবাব দিয়েছে জঙ্গিদের। উপত্যকার নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও তৎপর হয়েছে নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে লাগাতার যে হামলাগুলি হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিরাপত্তা বাহিনীও উপযুক্ত জবাব দিচ্ছে। ইতিমধ্যে অনেক জঙ্গিকেই গুলি করে মারা হয়েছে।’

Advertisement

এদিকে জম্মু ও কাশ্মীরে সেনা অভিযানে শনিবার মৃত্যু হয়েছে লস্কর কমান্ডার-সহ ৩ জঙ্গির। গত শুক্রবার দুই পরিযায়ী শ্রমিককে গুলি করে মারে জেহাদিরা। তার পরই যৌথ জঙ্গিদমন অভিযানে নামে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনী। শ্রীনগরের খয়নার ও অনন্তনাগে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে শুরু হয় চিরুনি তল্লাশি। দীর্ঘ অভিযানের পর অনন্তনাগের হলকন গলি এলাকায় জওয়ানদের গুলিতে নিকেশ হয় ৩ জেহাদি।

তবে শাহের মন্ত্রক উপত্যকায় জঙ্গি নিকেশের পথে হাঁটলেও, জঙ্গিদের হত্যা না করে তাদের পাকড়াও করার পক্ষে সওয়াল করেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা। তিনি বলেন, জঙ্গিদের হত্যা না করে নিরাপত্তাবাহিনীর উচিৎ তাদের জীবন্ত পাকড়াও করা। তাহলেই তদন্ত করে বোঝা যাবে তাদের পিছনে কোন চক্র বা শক্তি কাজ করছে। জঙ্গি মরে গেলে এই চক্রের হদিশ পাওয়া সম্ভব নয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement