সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনসিপি নেতা তথা প্রয়াত বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকিকে খুনের হুমকি! ১০০ কোটি টাকা না দিলে বাবার মতো তাঁকেও হত্যা করা হবে বলে ইমেলে হুমকি দেওয়া হয়েছে জিশানকে। দাবি করা হচ্ছে, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের তরফে এসেছে এই হুমকি ইমেল।
এই হুমকি ইমেল পাওয়ার পর মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন জিশান। পাশাপাশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “আমাকে ইমেলে খুনের হুমকি দেওয়া হয়েছে। ইমেলে ডি কোম্পানির নাম লেখা ছিল। বলা হয়েছে ১০ কোটি টাকা না দিলে ওরা আমায় খুন করবে। আমি পুলিশের কাছে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছি। ঘটনার পর থেকে আমার পরিবার রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে।” পুলিশের তরফে জানানো হয়েছে, “অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্তভার সাইবার ক্রাইম বিভাগকে দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে।” পুলিশের দাবি অনুযায়ী, খুনের হুমকির পাশাপাশি ইমেলে লেখা হয়েছে যদি টাকা না দেওয়া হয় সেক্ষেত্রে প্রতি ৬ ঘণ্টা অন্তর একটি করে হুমকি ইমেল পাঠাবে আততায়ীরা।
উল্লেখ্য, গত বছরের ১২ অক্টোবর দশেরার দিন ছেলের জিশান সিদ্দিকির দপ্তরের সামনে বাজি ফাটাচ্ছিলেন বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। আচমকাই সেখানে হাজির হয় তিন অভিযুক্ত। তারা লাগাতার গুলি চালাতে থাকে। মোট তিন রাউন্ড গুলি চলে। অন্তত ছটি গুলি ফুঁড়ে দেয় বাবার শরীর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও তৃতীয় অভিযুক্ত পালিয়ে যায়। এর পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রক্তস্নাত বাবা সিদ্দিকির।
পরে হত্যাকাণ্ডের দায় নেয় লরেন্স বিষ্ণোই গ্যাং। তদন্তে জানা, যায় বাবা সিদ্দিকিকে খুন করতে একাধিক শার্প শুটার নিয়োগ করেছিল মাস্টারমাইন্ড লরেন্স বিষ্ণোই-এর ভাই আনমোল বিষ্ণোই। পাঞ্জাবে গ্রেপ্তার হওয়া আকাশদীপ গিলকে এই হত্যার ষড়যন্ত্রের লজিস্টিক কোঅর্ডিনেটর বানানো হয়েছিল। হত্যাকাণ্ডের সময় এই অভিযুক্ত মোবাইল হটস্পট ব্যবহার করে হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রাখে। বাবা সিদ্দিকি হত্যার পর এবার তাঁর ছেলেকে খুনের হুমকির ঘটনায় স্বাভাবিকভাবে নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.