সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বাড়ির গাছ কাটতে বাধা দেওয়ায় এক যুবতীকে জীবন্ত পুড়িয়ে মারল গ্রামের লোকেরা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরে।
R’than: 20-yr-old girl burnt to death after allegedly protesting over cutting of trees in Jodhpur. Case being registered,probe on say police pic.twitter.com/ZV4AcadK1i
— ANI (@ANI_news) March 26, 2017
পুলিশ জানিয়েছে, রবিবার ললিতা নামে বছর কুড়ির ওই যুবতীর বাগানের গাছ কাটতে এসেছিল গ্রামের কয়েকজন। বাধা দেন ললিতা। কুড়ি বছরের একটি মেয়ের প্রতিবাদের চড়া সুর মেনে নিতে পারেনি গাঁয়ের কয়েকজন। অভিযোগ, তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমবার ভোরে সেখানে মৃত্যু হয় ললিতার।
পুলিশের কথায়, গ্রামের মোড়ল রণবীর সিংয়ের নিদানেই এই ঘটনা বলে অভিযোগ উঠেছে। শুরু হয়েছে তদন্ত। পুলিশ আধিকারিক সুরেশ চৌধুরি সংবাদসংস্থা ANI-কে জানিয়েছে, “গ্রামের মোড়ল-সহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই যুবতীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খুব শীঘ্রই আমরা অভিযুক্তদের গ্রেফতার করব।”
[ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম, আতঙ্কে পর্যটকরা]
[গিলগিট-বাল্টিস্তান ভারতেরই অঙ্গ, মোদির দাবিতে সিলমোহর ব্রিটিশ পার্লামেন্টের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.