Advertisement
Advertisement

Breaking News

স্নানঘরে পড়শির উঁকি, আত্মহত্যার চেষ্টা যুবতীর

নগ্ন অবস্থায় তাঁকে দেখে ফেলায় লজ্জায় আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি৷

Girl-sets-self-on-fire-after-seeing-Peeping-Tom
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 3:22 pm
  • Updated:July 22, 2016 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির লাগোয়া শৌচালয়ে স্নান করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন এক যুবতী৷ খেয়াল করে দেখেন পড়শি এক তরুণ উঁকি দিয়ে দেখছে তাঁকে৷ আর এরপরই নগ্ন অবস্থায় তাঁকে দেখে ফেলায় লজ্জায় আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি৷ মারাত্মক জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

ঘটনা রাজস্থানের ভিলওয়ারা জেলার দেলানা গ্রামের৷ বাড়ির সংলগ্ন ঘেরা জায়গায় স্নান করছিলেন বছর কুড়ির ওই যুবতী৷ আচমকা দেখেন এক তরুণ তাঁকে দেখছে৷ তা দেখেই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন৷ তাঁর আওয়াজ শুনেই ছুটে আসে বাড়ির লোক৷ হাতেনাতে বছর আঠেরোর ওই তরুণকে পাকড়াও করে যুবতীর মামা৷ অভিযুক্তকে বকাবকি করে ছেড়েও দেওয়া হয়৷

Advertisement

কিন্তু এখানেই শেষ নয় ঘটনার৷ এরপর তরুণের বাবা ও আত্মীয় মেয়েটির বাড়ি এসে বচসা শুরু করেন৷ পুরো ঘটনার জন্য নিজেকে দায়ী করে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবতী৷ মারাত্মক জখম অবস্থায় আপাতত হাসপাতালে তিনি৷

ইতিমধ্যেই অভিযুক্তর বাবা ও আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও অভিযুক্ত পলাতক৷ পুলিশের সন্দেহ, ওই তরুণের সঙ্গে হয়তো কোনও আপত্তিজনক অবস্থায় যুবতীকে দেখে ফেলেছিলেন তাঁর মামা৷ আর তাই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে৷ হাসপাতালে যুবতীর বয়ান নিয়েই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ৷

ছবি-প্রতীকী

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement