Advertisement
Advertisement

শিশুকে অপহরণের পর ধর্ষণ করে খুন, নৃশংসতার সাক্ষী মুম্বই

বাবার চোখের সামনে মেয়েকে গণধর্ষণ বিহারে৷

Girl kidnapped, raped and murdered

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:February 8, 2019 9:28 am
  • Updated:February 8, 2019 9:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই বাড়ছে ধর্ষণের মতো ঘটনা৷ শিশু থেকে বৃদ্ধা,  বিকৃত যৌন লালসার শিকার হচ্ছেন অনেকেই৷ ঘৃণ্য অপরাধীদের হাত থেকে রেহাই পেল না বছর পাঁচেকের একটি শিশুও৷ ধর্ষণের পর খুন করা হয় ওই শিশুটিকে৷ নির্মম এই ঘটনার সাক্ষী মুম্বইয়ের মাহিম এলাকা৷

[ক্ষমতায় এলে তিন তালাক আইন বাতিল করার সিদ্ধান্ত কংগ্রেসের]

পুলিশ সূত্রে খবর, দিনমজুর বাবার একমাত্র সন্তান বছর পাঁচেকের ওই শিশুটি৷ মাহিমের এল জে রোডের পাশে ঝুপড়িতেই তার বাস৷ বুধবার রাতে বাবার সঙ্গে সেখানেই ঘুমোচ্ছিল সে৷ পরেরদিন ভোরে ঘুম থেকে উঠে মেয়েকে আর দেখতে পাননি ওই ব্যক্তি৷ কোথায় গেল মেয়ে দুশ্চিন্তায় পড়ে যান শিশুর বাবা৷ শুরু হয় খোঁজাখুঁজি৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি৷ বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন শিশুর বাবা৷ ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শিশুর খোঁজ শুরু হয়৷ অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে এল জে রোডের ঝুপড়ি থেকে কিছুটা দূরে শিশুর দেহ উদ্ধার করে পুলিশ৷ জে জে হাসপাতালে শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়৷ পুলিশসূত্রে খবর, ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের স্পষ্ট প্রমাণ মিলেছে৷ ধর্ষণের পরই প্রমাণ লোপাটের জন্য শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের৷ ডেপুটি কমিশনার অফ পুলিশ (জোন-৫) বিক্রম দেশমানে বলেন, ‘‘এই ঘটনায় ধর্ষণ করে খুনের মামলা রুজু হয়েছে৷ পুলিশের একটি বিশেষ দল তদন্ত করছে৷ খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে৷’’

Advertisement

[‘নরখাদক’ তামিল যুবক! রাতদুপুরে রহস্য পরিষ্কার হতেই তীব্র আতঙ্ক]

মুম্বইয়ের পাশাপাশি বিহারও সাক্ষী গণধর্ষণের৷ বিহারের কিষাণগঞ্জের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল ছ’জন যুবকের বিরুদ্ধে৷ অভিযোগ, গত ৪ ফেব্রুয়ারি ওই যুবকেরা তরুণীর বাড়িতে ঢোকে৷ বাবাকে বেঁধে রেখে তাঁর সামনেই মেয়েকে ধর্ষণ করে ছ’জন৷ এই ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ওই তরুণী এবং তাঁর বাবা৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন দু’জনে৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ তাকে জেরা করেই বাকি পাঁচজনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement