প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে নিখোঁজ ছিল ৮ বছরের ছোট্ট মেয়েটি। দায়ের হয়েছিল নিখোঁজ ডায়রি। চলছিল তল্লাশি। অবশেষে সেনা আবাসনের মধ্যেই মিলল তার দেহ। অভিযোগ, এক ১৯ বছরের কিশোর তাকে খুন করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। দিল্লির বসন্ত বিহারে চাঞ্চল্য ছড়িয়েছে এই হত্যাকাণ্ডকে ঘিরে। মনে করা হচ্ছে, ধর্ষণে বাধা দেওয়াতেই ওই বালিকাকে খুন করেছে অভিযুক্ত।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় নিজের অপরাধ কবুল করেছে অভিযুক্ত। এপ্রসঙ্গে বলতে গিয়ে পুলিশের তরফে দাবি করা হয়েছে, অভিযুক্ত কিশোর ৮ বছরের ছোট্ট মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে ওই অঞ্চলের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এরপরই তাকে ধর্ষণের চেষ্টা করে। বালিকা বাধা দেওয়াতেই তাকে খুন করে সে। এমনকী, একটি স্কার্ফ তার গলায় পেঁচিয়ে দেয়। উদ্দেশ্য ছিল, ঘটনাটি আত্মহত্যা বলে চালানো।
এদিকে বালিকার দেহ উদ্ধারের পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা ও মেয়েটির পরিবারের লোকেরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ দেখাতে থাকেন। সেনা আবাসনের মধ্যেই এই ধরনের অপরাধ কী ঘটে, সেই প্রশ্ন তুলে সোচ্চার হন প্রতিবাদীরা। পরে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। এদিকে সেনার স্থানীয় কর্তৃপক্ষের তরফে এই ঘটনার তদন্তে পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মৃত বালিকার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে সেনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.