Advertisement
Advertisement

Breaking News

বাবার হাতেই যৌন হেনস্তার শিকার, চোখের জলে স্বীকারোক্তি কিশোরীর

মাইগ্রেনের ব্যথায় ডাক্তারের কাছে গিয়েই বলে ফেলল সব৷   

Girl alleges exploitation by father, narrates horror story

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2018 8:53 am
  • Updated:June 22, 2018 9:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার হাতেই নিয়মিত যৌন হেনস্তা৷ দিনের পর দিন৷ মুখ বুজে মেনে নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না৷ শেষমেশ ডাক্তারের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল কিশোরী৷ জানাল, নিজের দুঃস্বপ্নের জীবন যাপনের কথা৷

[  ৯০ শতাংশ ট্রেন সময়ে চালাতে হবে, কড়া নির্দেশ রেলমন্ত্রীর ]

Advertisement

মাইগ্রেনের ব্যথা৷দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বছর সতেরোর ওই কিশোরীকে৷ বিহারের বাসিন্দা সে৷ পরিবারে বাবা ছাড়াও আছে মা এবং বোন৷ মাথায় যন্ত্রণার কারণে তাকে দিল্লির সেন্ট্রাল হাসপাতালেও যেতে হত৷ এদিন সফদরগঞ্জ হাসপাতালের চিকিৎসকদের সামনেই সে সব কথা খুলে বলে৷ কেন মাইগ্রেনের অ্যাটাক? কোনও কারণে কি কিশোরী খুব উদ্বিগ্ন? খুঁটিয়ে প্রশ্ন করতে শুরু করেন চিকিৎসক৷ তাতেই ভেঙে পড়ে কিশোরী৷ জানায়, এ সবের মূলে আছে তার বাবা৷ বাবাই তাকে দিনের পর দিন যৌন হেনস্তা করেছে বলে অভিযোগ করে সে৷ কান্নায় ভেঙে পড়ে কিশোরী জানায়, সে ঘুমিয়ে পড়ার পরই বাবার অত্যাচার শুরু হয়৷ সে সবই জানতে ও বুঝতে পারে৷ কিন্তু তার কিছু করার ছিল না৷ মুখ বুজে সব সহ্য করতে হত৷ এমনকী বাবা মেয়ের অশ্লীল ছবিও নিজের ফোনে তুলে রেখেছিল বলে জানায় সে৷ তারপর থেকেই তার মাথাব্যথা প্রবল হয় বলে ডাক্তারকে বলে ওই কিশোরী৷

[  পাশে বসে মহিলার ব্লাউজের ভিতর হাত, সহযাত্রীর থাপ্পড় আরপিএফ কনস্টেবলকে ]

কিশোরীর কথা শুনে তো তাজ্জব চিকিৎসকরা৷ তখনই হাসপাতালের সিনিয়র ডাক্তারদের সে কথা জানানো হয়৷ ছোটবেলায় যারা যৌন হেনস্তার শিকার হয়, তারা নানারকম ট্রমায় ভুগতে থাকে৷ মানসিক অসুস্থতারও শিকার হয়৷ এক্ষেত্রেও সেরকম সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে৷ কিশোরীর চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে৷ তবে তার আগে হাসপাতালের তরফে খবর দেওয়া হয় পুলিশে৷ পকসো আইনের আওতায় দায়ের হয় এফআইআর৷ কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করেছে অভিযুক্তকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement