Advertisement
Advertisement

আইসিইউ-র ভিতরেই নাবালিকাকে গণধর্ষণ, প্রশ্নের মুখে নিরাপত্তা

ফের কাঠগড়ায় যোগীর রাজ্য৷

Girl allegedly gangraped in hospital
Published by: Sayani Sen
  • Posted:November 4, 2018 10:49 am
  • Updated:November 4, 2018 10:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দিন বাড়ছে যৌন নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা৷ বয়স্ক থেকে শিশু, বিকৃত লালসার শিকার হচ্ছেন সকলেই৷ কখনও রাস্তায় আবার কখনও বা চলন্ত বাসে কিংবা কখনও বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েও মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ঘটে আকছার৷ কিন্তু এবার ঘটনাস্থল একেবারেই অন্যরকম৷ বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভরতি থাকাকালীন গণধর্ষণের শিকার হল এক নাবালিকা৷ এই ঘটনার পর থেকে আরও অসুস্থ হয়ে পড়েছে ওই নির্যাতিতা৷

[আঁটসাঁট নিরাপত্তায় সোমবার খুলছে সবরীমালা মন্দিরের দরজা]

উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা ওই নাবালিকার বাবা-মা ছাড়া আর কেউ নেই৷ একদিন বাড়িতে একাই ছিল সে৷ সেই সময় আচমকাই একটি বিষধর সাপ তাকে ছোবল মারে৷ গুরুতর অসুস্থ হয়ে যায় নাবালিকা৷ বাড়ি ফিরে মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর বাবা-মা৷ তড়িঘড়ি নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁরা৷ নাবালিকার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে ভরতি করা হয়৷ সেখানেই চিকিৎসা চলছিল তার৷ আচ্ছন্ন অবস্থাতেই নার্সিংহোমের ওই ওয়ার্ডে ভরতি ছিল নাবালিকা৷ অভিযোগ, সেই সুযোগে বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে তাকে ধর্ষণ করা হয়৷ ওই নার্সিংহোমের এক কর্মী এবং আরও চার অজ্ঞাতপরিচয় যুবক এই ঘটনার সঙ্গে জড়িত বলেই অভিযোগ নাবালিকার৷ ধর্ষণের সময় নাবালিকার চিৎকার শুনে জড়ো হয়ে যান অন্যান্য রোগীরা৷ পরিস্থিতি বেগতিক বুঝে হাসপাতাল ছেড়ে চম্পট দেয় পাঁচ অভিযুক্ত৷ 

[‘ধুঁকে ধুঁকে বাঁচার কোনও অর্থ হয় না’, বিচ্ছেদ প্রসঙ্গে মন্তব্য তেজপ্রতাপের]

এই ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছে নাবালিকা৷ বাবা-মা ছাড়া অন্য কাউকে দেখলেই ভয় পাচ্ছে সে৷ আপাতত ওই নার্সিংহোমের জেনারেল ওয়ার্ডেই ভরতি রাখা হয়েছে তাকে৷ এই ঘটনায় পকসো আইনে মামলা রুজু করা হয়েছে৷ নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে৷ তদন্তকারীদের দাবি,  অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷ অভিযুক্ত ওই পাঁচ যুবকেরও খোঁজও শুরু হয়েছে৷ হাসপাতালে ভরতি থাকা অবস্থায় কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ যদিও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement