সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য টিফিন নিয়ে ঝগড়া। তাতেই সহপাঠীর মুখে ব্লেড চালিয়ে দিল এক কিশোরী! ব্লেডের আঘাতের কারণে ওই পড়ুয়ার মুখে অন্তত সতেরোটি সেলাই পড়েছে। অভিযুক্ত কিশোরীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আহতের পরিবার।
জানা গিয়েছে, এই কাণ্ড ঘটেছে দিল্লির গুলাবিবাগ এলাকার একটি সরকারি স্কুলে। বুধবার গুরুতর আহত ওই পড়ুয়ার একটি ভিডিও প্রকাশ করেন এক ব্যক্তি। যেখানে নিজেই গোটা ঘটনার বিবরণ দেয় নবম শ্রেণির ওই ছাত্রী। যা প্রকাশ্যে আসতেই পদক্ষেপ গ্রহণ করে দিল্লি পুলিশ। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “প্রাথমিকভাবে, আমরা জানতে পেরেছিলাম একটি সরকারি স্কুল প্রাঙ্গনের বাইরে কয়েকটি মেয়ের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। তাদের মধ্যে একজন অন্য একটি মেয়েকে ধারালো কোনও জিনিস দিয়ে আঘাত করে।”
এর পর তদন্তে আহত ওই পড়ুয়া পুলিশকে জানায়, “স্কুলে আমি আমার বন্ধুদের সঙ্গে টিফিন খাচ্ছিলাম। তখন আমার ক্লাসের কয়েকজন এসে বন্ধুদের টিফিন ছিনিয়ে নিয়ে চলে যায়।” এই ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগরে তাঁর দিদি অভিযোগ করেন, “টিফিন নিয়ে খুব ঝগড়া হচ্ছিল ওদের মধ্যে। তখন আমাড় বোন সকলকে শান্ত করার চেষ্টা করছিল। কিন্তু সেসময় তাদের মধ্যে একজন বোনের মুখে ব্লেড দিয়ে আঘাত করে।” পুলিশ জানিয়েছে, এই ঘটনায় যারা জড়িত তারা সকলে নাবালিকা। তাই তাদের বিরুদ্ধে জুভেনাইল অ্যাক্টে ব্যবস্থা নেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.