Advertisement
Advertisement

Breaking News

Sudip Bandyopadhyay

রাজ্যের বকেয়া নিয়ে তৃণমূলের দাবির পালটা চিঠি কেন্দ্রের, মিলল না আশ্বাস

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন গিরিরাজ সিং।

Giriraj Singh writes letter to TMC leader Sudip Bandyopadhyay | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 21, 2023 4:51 pm
  • Updated:April 21, 2023 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া মেটানোর দাবিতে তৃণমূল সাংসদদের দেওয়া চিঠির প্রাপ্তিস্বীকার করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। তবে চিঠির প্রাপ্তিস্বীকার করলেও তৃণমূল তথা রাজ্য সরকারের দাবি নিয়ে বিশেষ আশ্বাসবাণী মিলল না কেন্দ্রীয় মন্ত্রীর পালটা চিঠিতে।

রাজ্যের বকেটা টাকা মেটানোর দাবিতে চলতি মাসের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষি ভবন অভিযান করেছিলেন তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। কিন্তু গিরিরাজ কৌশলে তৃণমূল সাংসদদের সাক্ষাৎ এড়িয়ে যান। মন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে সচিবদের হাতে দাবিপত্র তুলে দিয়ে আসেন তৃণমূল সাংসদরা। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গিরিরাজ একপ্রকার হুঁশিয়ারি দিয়ে আসেন, ১৫ দিনের মধ্যে রাজ্যের বকেয়া মেটানো নিয়ে পদক্ষেপ না করা হলে লক্ষ লক্ষ বঞ্চিতদের দিয়ে দিল্লি ঘেরাও করবেন।

Advertisement

[আরও পড়ুন: ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা-হাতাহাতি জনতার, প্রবল উত্তেজনা কালিয়াগঞ্জে]

১৫ দিনের মধ্যে অভিষেকের সেই চিঠির প্রাপ্তি স্বীকার করলেও গিরিরাজ এদিন বিশেষ আশ্বাস দিতে পারেননি। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শুধু জানিয়েছেন, তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের দাবিগুলি তিনি পাঠিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে। কোন দপ্তরে উল্লেখ নেই চিঠিতে? কতদিনের মধ্যে পদক্ষেপ করা হবে? তা নিয়েও কোনও আশ্বাস নেই। ওয়াকিবহাল মহল মনে করছে, কেন্দ্রীয় মন্ত্রী আসলে শুধুই সময় নষ্ট করার চেষ্টা করছেন। বাংলার বঞ্চনার অভিযোগের কোনও জবাব তাঁর কাছে নেই।

[আরও পড়ুন: পূর্বাভাস সত্যি করে শুক্রবারই আবহাওয়ায় খানিকটা বদল রাজ্যে! বৃষ্টির দেখা পেল এই জেলাগুলি]

উল্লেখ্য, ১০০ দিনের কাজ অর্থাৎ মনরেগা প্রকল্পে কেন্দ্রীয় গ্রামন্নোয়ন মন্ত্রকের কাছে প্রায় ৭ হাজার কোটি টাকা পাওনা রাজ্যের। গত প্রায় আড়াই বছর ধরে রাজ্যে ১০০ দিনের কাছে বেনিয়মের অভিযোগ তুলে এই টাকা আটকে রেখেছে কেন্দ্র। একই ভাবে আবাস যোজনারও প্রায় ৮ হাজার কোটি টাকা বকেয়া। কোনও টাকা নিয়েই কোনও আশ্বাস এখনও কেন্দ্রীয় মন্ত্রীর তরফে পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement