Advertisement
Advertisement
Ghaziabad

কেতার জন্মদিন! মাঝরাস্তায় গাড়ির ছাদে উঠে বাজি পুড়িয়ে, টাকা উড়িয়ে গ্রেপ্তার ৩

ভিডিও ভাইরাল হতেই ব্যবস্থা নিল পুলিশ।

Ghaziabad Man Arrested after Burst Crackers, Throw Currency In Air | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 30, 2023 1:49 pm
  • Updated:October 30, 2023 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেতার সঙ্গে জন্মদিন পালন করতে চেয়েছিলেন যুবক এবং তাঁর দুই সঙ্গী। সেই মতো গাজিয়াবাদে (Ghaziabad) রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তার ছাদে উঠে আতসবাজি পোড়ান এবং টাকা ওড়ান তাঁরা। তৈরি হচ্ছিল অভিনব উদযাপনের রিল। এমন কাণ্ডে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা বাঁধে। যদিও তাতে বিন্দুমাত্র পাত্তা দেয়নি যুবকেরা। শেষ পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি রবিবার রাতের। গাজিয়াবাদের বৃহত্তরও রাজনগর এলাকায় গাড়ির ছাদে চড়ে জন্মদিন পালন করেন এক যুবক। সঙ্গে ছিল আরও দুজন। ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, মাঝ রাস্তায় গাড়ির ছাদে উঠে আতসবাজি পোড়াচ্ছে তিন যুবক। এর পরেই টাকা ওড়ায় তাঁরা। ওই সময় স্থানীয়রা প্রতিবাদ করেন। পালটা ছাপার অযোগ্য ভাষায় গালাগাল করেন যুবকেরা।

Advertisement

[আরও পড়ুন: আলোর রোশনাইয়ে ফুটে উঠল সেরা ফিল্ডারের নাম, কার গলায় ‘সোনার’ মেডেল?]

যদিও ভিডিও হাতে আসতেই ব্যবস্থা নেয় পুলিশ। তিন যুবককে গ্রেপ্তার করা হয়। নন্দগ্রামের এসিপি রবি কুমার সিং বলেন, “জন্মদিনের রিল বানাতে গিয়ে এলাকার গোলমাল করছিল অভিযুক্তরা। স্থানীয়দের সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন। একটি মামলা দায়ের করা হয়েছে তাঁদের বিরু্দ্ধে। গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।”

[আরও পড়ুন: রাজস্থানে গেহলটই ট্রাম্প কার্ড কংগ্রেসের, ব্যাকফুটে বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement