Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

‘এবার রাহুলের বিয়েটা দিন’, কৃষক মহিলার আরজিতে কী বললেন সোনিয়া?

রীতিমতো হালকা আড্ডার মেজাজে কৃষকদের মাঝে দেখা গেল সপরিবার সোনিয়াকে।

Get Rahul Gandhi married, woman farmer tells Sonia Gandhi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 29, 2023 1:43 pm
  • Updated:July 29, 2023 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলরের মধ্যে প্রথম সারিতে রয়েছে তাঁর নাম। কিন্তু এখনও বিয়ের পিঁড়িতে বসেননি রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার তাঁর মা সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) কাছে আরজি জানালেন এক মহিলা কৃষক। প্রস্তাব দিলেন, এবার বিয়ে দেওয়া হোক রাহুলের। যা শুনে সোনিয়ার জবাব, ”আপনারা মেয়ে খুঁজে দিন।”

রাহুল গান্ধী টুইট করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে হরিয়ানার সোনিপতের কৃষক পরিবারের মহিলাদের সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা ও সোনিয়ার কথোপকথন। রীতিমতো ঘরোয়া আসরের মতো সেই আড্ডাতেই উঠে এসেছে রাহুলের বিয়ের প্রসঙ্গ। দাদা সম্পর্কে বলতে গিয়ে প্রিয়াঙ্কার টিপ্পনী, ”দেখে যাই হোক, ও খুব কিন্তু খুব বিচ্ছু।”

Advertisement

[আরও পড়ুন: গুলি ও ধারালো অস্ত্রের কোপে মগরাহাটে ‘খুন’ তৃণমূলের জয়ী প্রার্থী, আশঙ্কাজনক তাঁর প্রতিবেশীও]

প্রসঙ্গত, সম্প্রতি লালুপ্রসাদ যাদবও বিরোধীদের বৈঠকের পরে হওয়া সাংবাদিক সম্মেলনে সরাসরি রাহুলকে বলেছিলেন, দ্রুত বিয়েটা সেরে ফেলতে। গত বছর নিজের বিয়ে প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছিল রাহুলকে। ভারত জোড়ো যাত্রার মধ্যেই একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে মনের কথা খুলে বলেন কংগ্রেস নেতা। জানিয়ে দেন, নিজের পছন্দমতো মেয়েকে খুঁজে পেলে অবশ্যই বিয়ের পিঁড়িতে বসবেন। কেমন মেয়ে পছন্দ, সে প্রসঙ্গে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ”আমার মা আর ঠাকুমা-দু’জনের গুণ যদি একজন মেয়ের মধ্যে থাকে, তাহলে সেই মেয়েকে আমার পছন্দ হবেই।”

[আরও পড়ুন: অমরনাথ যাত্রা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে দুই বাস, মৃত অন্তত ৬]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement