সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সভা করার অনুমতি দিক বা না দিক, বাংলায় যাবই। গ্রেপ্তার করলেও যাব।’ ধর্মতলায় সভা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। ঘটনাচক্রে বুধবারই অবশ্য বিজেপিকে ধর্মতলায় সভা করার অনুমতি দিল পুলিশ। তবে রানি রাসমণি রোডে নয়, সভা করতে হবে মেয়ো রোডে। লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে বুধবার দিল্লিতে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়।
[ ধর্মতলায় অমিত শাহর সভা ঘিরে জটিলতা, প্রশাসনকে তোপ বিজেপির]
পঞ্চায়েত ভোটে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে বিজেপি-র রাজনৈতিক সক্রিয়তাও বেড়েছে। ইদানিং ঘন ঘন রাজ্য সফরে আসছেন খোদ দলের সর্বভারতী সভাপতি অমিত শাহ। দিন কয়েক আগে পুরুলিয়ায় জনসভা করে গিয়েছেন তিনি। আগামী ১১ আগস্ট ফের কলকাতায় আসবেন শাহ। ধর্মতলায় রানি রাসমণি রোডে বিজেপির যুব সমাবেশে প্রধান বক্তা দলের সর্বভারতীয় সভাপতি। কিন্তু, এই জনসভা ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। বিজেপি রাজ্য নেতৃত্বের অভিযোগ ছিল, নির্ধারিত দিনে ধর্মতলায় সভা করার অনুমতি দিচ্ছে না পুলিশ। অথচ এরআগে ১১ অগাস্টই রানি রাসমণি রোডে সভা করেছে কংগ্রেস। শেষপর্যন্ত, অবশ্য বিজেপিকে ধর্মতলায় সভা করার অনুমতি দিল পুলিশ। বুধবার কলকাতা পুলিশ জানিয়েছে, রানি রাসমণি রোডে নয়, মেয়ো রোডে যুব সমাবেশ করতে পারে গেরুয়া শিবির।
এদিকে, বুধবার লোকসভার রণকৌশল ঠিক করতে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। দিল্লিতে বৈঠকে যোগ দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এ রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়। সভার শেষে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। অমিত শাহের সাফ কথা, ‘সভা করার অনুমতি দিক বা না দিক, বাংলায় যাবই। গ্রেপ্তার করলেও যাব।’ ঘটনাচক্রে, সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ পরই জানা যায়, ধর্মতলার মেয়ো রোডে বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছে পুলিশ।
It does not matter whether I get permission or not, I will definitely go to Kolkata. If the state government wants, it can arrest me: BJP President Amit Shah (file pic) pic.twitter.com/n3V39EWSww
— ANI (@ANI) 1 August 2018
[ ‘বাংলায় কি গৃহযুদ্ধ হচ্ছে না?’, মমতাকে পালটা প্রশ্ন রূপার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.