Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

কর্তব্য পালনে বান্ধবগড়ের বাঘের সঙ্গে লড়াই! মালিককে বাঁচাতে প্রাণ দিল পোষ্য

কুকুরের মৃত্যুতে শোকস্তব্ধ গ্রাম।

German Shepherd dies saving owner from tiger in Madhya Pradesh
Published by: Kishore Ghosh
  • Posted:March 2, 2025 6:13 pm
  • Updated:March 2, 2025 6:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ বিশ্বাসঘাতকতা করে, কুকুর জীবন দিয়ে বাঁচায়। মধ্যপ্রদেশের উমারিয়া জেলার এক জার্মান শেফার্ড ফের সেকথা প্রমাণ করল। মালিকের প্রাণ বাঁচাতে বাঘের সঙ্গে অসম লড়াই চালাল সাহসী সারমেয়, যতক্ষণ দেহ প্রাণ ছিল। সেই কারণেই বেঁচে গেলেন জার্মান শেপার্ডের মালিক। ঠিক কী ঘটেছে?

Advertisement

এদেশের জঙ্গল লাগোয়া গ্রামে বন্যপ্রাণী বেরিয়ে আসা নতুন কথা নয়। ভারহুত মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্পের কাছে তেমনই এক গ্রাম। এই গ্রামের বাসিন্দা শিবম বারগাইয়া। শিবমের পোষ্য একটি জার্মান শেপার্ড কুকুর। ঘটনার দিন পোষ্যকে সঙ্গে নিয়ে জঙ্গল লাগোয়া একটি রাস্তায় হাঁটতে বেরিয়ে ছিলেন শিবম। তখনই আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বাঘ। সেটি ধীর পায়ে শিবমের দিকে এগোতে থাকে। ভয়ে পাথর হয়ে যান তিনি। তখনই মালিককে বাঁচাতে তৎপর হয় জার্মান শেপার্ডটি।

কুকুরটি ডাকতে ডাকতে তেড়ে যায় বাঘের দিকে। এতে খানিক সময়ের জন্য থমকে যায় বাঘটি। এর পর শিবমকে ছেড়ে কুকুরটিকে আক্রমণ করে। জার্মান শেপার্ডের গলায় কামড় বসায়। বেশ খানিকটা সময় অসম লড়াই চললেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি কুকুরটি। সেটিকে জঙ্গেল টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলে গ্রামবাসীরা ছুটে এসেছেন। তাদের চিৎকারে জঙ্গলে ছুটে পালায় বাঘ।

গুরুতর আহত কুকুরকে হাসপাতাল নিয়ে যাওয়া হলেও বাঁচানি যায়নি। যদিও মৃত্যু অবধি নিজের কর্তব্য পালন অবিচল ছিল সে। স্বভাবতই পোষ্য জার্মান শেপার্ডের মৃত্যুতে শোকস্তব্ধ মালিক শিবম বারগাইয়া। এমনকী প্রতিবেশী গ্রামবাসীদেরও মনখারাপ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub