সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায়ত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। বাজপেয়ী জমানায় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে অ্যালজাইমার্স এবং পার্কিনসন্স ডিজিজে ভুগছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। মৃত্যুর আগে সোয়াইন ফ্লুতেও আক্রান্ত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। আজ সকাল ৭ টা নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মোট ৯ বার লোকসভার সাংসদ নির্বাচিত হন জর্জ ফার্নান্ডেজ। শেষবার ২০০৯ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। তবে, একবছর পরেই শারীরিক অসুস্থতার জন্য পদ ছাড়েন। তারপর থেকেই টানা চিকিৎসা চলছিল তাঁর। দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
শ্রমিক আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন জর্জ। অটল বিহারী বাজপেয়ীর অন্যতম সহযোদ্ধা ১৯৯৯ সালের এনডিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন । তাঁর আমলেই কার্গিল যুদ্ধে সাফল্য পায় ভারত। প্রতিরক্ষামন্ত্রক ছাড়াও তথ্য সম্প্রচার, শিল্প, এবং রেলমন্ত্রকের অস্থায়ী দায়িত্ব সামলেছেন জর্জ। জরুরি অবস্থা চলাকালীন ইন্দিরা গান্ধীর অন্যতম প্রবল বিরোধী মুখগুলির মধ্যে একজন ছিলেন জর্জ ফার্নান্ডেজ। সেসময়ই তিনি সমতা পার্টি প্রতিষ্ঠা করেন।প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীন বিতর্কও পিছু ছাড়েনি তাঁর। নাম জড়িয়েছিল কফিন দুর্নীতিতে। এরপর পদত্যাগও করেন। পরে অবশ্য, ক্লিনচিট পেয়ে যান তদন্তে। আপসহীন রাজনীতিবিদ হিসেবে সুনাম ছিল জর্জের কান্দাহার বিমান অপহরণের পর এনডিএতে থাকাকালীনই আডবানীর বিরোধিতায় সরব হয়েছিলেন জর্জ ফার্নান্ডেস। তাঁর মৃত্যুতে ভারতীয় রাজনীতিতে আর এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।
Former Defence Minister George Fernandes passes away at the age of 88 (File pic) pic.twitter.com/Iu5L1XJAOO
— ANI (@ANI) January 29, 2019
PM Modi tweets,George Sahab represented the best of India’s political leadership. Frank&fearless,forthright&farsighted, he made a valuable contribution to our country.He was among the most effective voices for the rights of the poor and marginalised. Saddened by his passing away. pic.twitter.com/b2RtGh7TDo
— ANI (@ANI) January 29, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.