সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৯ বছর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পর, আজ, শুক্রবার আবার সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কোনও মহিলা অর্থমন্ত্রী৷ উক্ত বাজেটে আয় করের ক্ষেত্রে উচ্চবিত্তদের উপর চাপ বাড়ালেও, মধ্যবিত্তদের স্বস্তি দিয়েছেন নির্মলা সীতারমণ৷ যাকে স্বাগত জানিয়েছে অনেকে৷ তবে বাজেটের কয়েকটি পদক্ষেপে খুশি নয় দেশের একাংশ৷ তাঁদের মতে পেট্রল-ডিজেলে এক শতাংশ সেস বসানোয় এবং সোনার মতো মূল্যবান ধাতুর শুল্ক বাড়ানোয়, বকলমে কোপ পড়বে মধ্যবিত্তের উপরেও৷ এমত পরিস্থিতিতে দেখে নেওয়া যাক উক্ত বাজেটে কী কী দ্রব্যের দাম কমল এবং কোন জিনিস সস্তায় ক্রয় করতে পারবেন গ্রাহক৷
[ আরও পড়ুন: ৫ লক্ষ পর্যন্ত আয়ে করছাড়, উচ্চবিত্তদের উপর বাড়ল সারচার্জ]
অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, উক্ত বাজেটে পেট্রল-ডিজেলের উপর এক শতাংশ সেস বসিয়েছে সরকার৷ ফলে দাম বেড়েছে পেট্রল ও ডিজেলের৷ লিটার প্রতি ২ টাকা বেড়েছে এই দুটি জ্বালানির দাম৷ এছাড়া শুল্ক বাড়ায় বাজেটে অনুসারে আরও খরচসাপেক্ষ হয়েছে সোনার মতো মূল্যবান ধাতু, গাড়ির যন্ত্রাংশ, বই ও পেপার, লাউড স্পিকার, এসি-র যন্ত্রাংশ, প্লাগ, সকেট ও সুইচের আমদানি৷ একই ভাবে দাম বাড়তে চলেছে সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা, পিভিসি পাইপ, টাইলস ও সিগারেটের৷
দাম বাড়ল:
[ আরও পড়ুন: ‘বিশ্বাস ও আকাঙ্ক্ষার বাজেট’, অর্থমন্ত্রীর প্রশংসায় মোদি ]
এখানেই শেষ নয়, অর্থমন্ত্রী জানিয়েছেন, বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগেরেদের দিতে হবে না আয় কর৷ এবারের বাজেটে মধ্যবিত্তের জন্য গৃহঋণে বিশেষ ছাড় দেওয়া হবে৷ ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে থাকছে ছাড়৷ গৃহঋণের সুদে ১.৫ লক্ষ টাকা অতিরিক্ত ছাড় ঘোষণা সরকারের৷ ৪৫ লক্ষ টাকার বাড়ি ও ফ্ল্যাট কিনলে মিলবে করছাড়৷ এই বাজেটে মধ্যবিত্তদের জন্য স্বস্তির খবরও রয়েছে৷ বাজেটে দাম কমেছে বিদ্যুৎচালিত গাড়ির৷ সেই গাড়ির যন্ত্রাংশ আমদানি করতেও খরচ কমানোর কথা বলা হয়েছে উক্ত বাজেটে৷ একই ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও সরকার অনেক লাভবান হবে বলে অনুমান বিশেষজ্ঞদের৷
দাম কমল:
প্রসঙ্গত, এই বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানিয়েছেন, ‘এই বাজেট মানুষের বিশ্বাস ও আকাঙ্ক্ষার বাজেট৷ গ্রিন বাজেট৷ গ্রাম, গরিব ও কিষানের স্বার্থে বাজেট৷ দেশের বিকাশে গতি আনবে এই বাজেট৷’’ যদিও বাজেটের সমালোচনা করেছে কংগ্রেস৷ এই বাজেটকে দিশাহীন বলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে বাজেটের সমালোচনা করে বলেছেন, এই বাজেট দিশাহীন৷ পেট্রল, ডিজেলে সেস বসানোর তীব্র নিন্দা করেছেন তিনি৷
#Budget2019 is completely visionless. In fact, the total vision is derailed. On top of it, not only have they imposed cess but also special additional excise duty on petrol and diesel leading to price increase by nearly Rs 2.50/litre for petrol and Rs 2.30/litre for diesel 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) July 5, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.