সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দিরা গান্ধীর পর তিনিই প্রথম৷ ৪৯ বছর পর সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কোনও মহিলা অর্থমন্ত্রী৷ শুক্রবার দ্বিতীয় মোদি সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ কেন্দ্রের এই বাজেটের দিকে চেয়ে রয়েছে মধ্যবিত্ত থেকে কৃষক-শ্রমিক তথা শেয়ার মার্কেট৷ বৃহস্পতিবার আর্থিক সমীক্ষা রিপোর্ট, চলতি অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ স্থির করেছে সরকার। ফি বছর জিডিপি বৃদ্ধির হার ৮ শতাংশ হওয়ায় বাঞ্ছনীয় বলে উল্লেখ রয়েছে সমীক্ষা রিপোর্ট। এই লক্ষ্যমাত্রা পূরণ করাই এবার চ্যালেঞ্জ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে৷
দুপুর ১.০৫ মিনিট: নির্মলা সীতারমণ জানান, পেট্রল-ডিজেলে এক শতাংশ সেস বাড়াল সরকার৷ সঙ্গে বাড়ান হল সোনার মতো মূল্যবান ধাতুর শুল্কও৷ ১০ শতাংশ থেকে বাড়িয়ে শুল্ক করা হল ১২ শতাংশ৷ এ বছরের রাজস্ব ঘাটতি ৩.৩ শতাংশ৷
দুপুর ১২.৫৫ মিনিট: নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে বছরে এক কোটি টাকা পর্যন্ত টাকা তুললে, মাত্র ২ শতাংশ টিডিএস দিতে হবে৷ নিফট বা আরটিজিএসের ক্ষেত্রে ব্যাংকগুলিকে চার্জ না নেওয়ার প্রস্তাব সরকারের৷ ডিজিটাল লেনদেন বাড়াতেই এই পদক্ষেপ৷ উচ্চবিত্তদের উপর বাড়ল করের বোঝা, এক অর্থবর্ষে ২ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আয়ে ৩ শতাংশ সারচার্জ ও ৩ থেকে ৫ কোটি টাকা আয়ে ৭ শতাংশ সারচার্জ৷ এছাড়া ইলেকট্রিক গাড়ি কেনার সময় কর ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর৷
দুপুর ১২.৫০ মিনিট: অর্থমন্ত্রী জানান, বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগেরেদের দিতে হবে না আয় কর৷ এবারের বাজেটে মধ্যবিত্তের জন্য গৃহঋণে বিশেষ ছাড় দেওয়া হবে৷ ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণে ছাড়৷ গৃহ ঋণের সুদে ১.৫ লক্ষ টাকা অতিরিক্ত ছাড় ঘোষণা সরকারের৷ ৪৫ লক্ষ টাকার বাড়ি ও ফ্ল্যাট কিনলে মিলবে কর ছাড়৷ এবার প্যান কার্ড ও নম্বর ছাড়াই আইটি রিটার্ন ফাইল করা যাবে৷ সেক্ষেত্রে আধার কার্ড থাকলেই হবে৷
দুপুর ১২.৩৭ মিনিট: রাজকোষের আয় বাড়াতে সাহায্য সরকারকে সাহায্য করায়, বাজেট পেশের সময় আয়করদাতাদের ধন্যবাদ দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ জানান, প্রত্যক্ষ কর আদায় ৭৮ শতাংশ বেড়েছে৷ ২০১৪-র তুলনায় বেড়েছে দ্বিগুণ৷ প্রযুক্তিগত ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ এলে কর ছাড় দেওয়া হবে৷ কর্পোরেট সংস্থার ক্ষেত্রে ৪০০ কোটি টাকা বার্ষিক লেনদেনে ২৫ শতাংশ কর দিতে হবে৷ স্টার্টআপ সংস্থাগুলিকে প্রথমক্ষেত্রে ইনকাম ট্যাক্স স্কুটিনি করতে হবে না৷
দুপুর ১২.২০ মিনিট: ‘‘চার লক্ষ কোটি টাকার অনাদায়ি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে সরকার, ঘোষণা অর্থমন্ত্রীর৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে চাগিয়ে তুলতে ৭০ হাজার কোটির সাহায্য করবে কেন্দ্রে’, জানালেন অর্থমন্ত্রী৷ তিনি আরও বলেন, ‘‘আর্থিক ক্ষেত্রে পরিকাঠামো নির্মাণের জন্য আগামী ৫ বছরে ১০০ লক্ষ খরচ করবে সরকার৷ পুরো ব্যাংকিং ব্যবস্থার সংস্কার করা হবে৷’’
দুপুর ১২.১৫ মিনিট: ‘‘এবার এনআরআইদের দ্রুত আধার কার্য পাওয়ার ব্যবস্থা করতে চলেছে সরকার৷ ভারতীয় পাসপোর্ট থাকলে, দেশে পা রাখার সঙ্গে সঙ্গে মিলবে আধার কার্ড৷ অপেক্ষা করতে হবে না ছ’মাস৷’’ বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের৷
দুপুর ১২.১০ মিনিট: এবারের বাজেটে আলাদা ভাবে নারী সুরক্ষা ও নারী ক্ষমতায়নে জোর মোদি সরকারের৷ নির্মলা সীতারমণ জানান, ‘‘জেন্ডার ইনডেক্স তৈরি হবে৷ বিশেষ ক্সিমের আওতায় যে মহিলাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা পাঁচ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফট করতে পারবে৷ পাশাপাশি, এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলি৷ লিঙ্গ বৈষম্য রুখতে নয়া কমিটি তৈরি করতে চলেছে সরকার৷’’
দুপুর ১২.০৫ মিনিট: উজালা যোজনায় এলইডি বাল্ব বিতরণের জন্য প্রায় ১৮ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে সরকারের৷
দুপুর ১২.০০ মিনিট: ‘‘ভারতকে করা হবে উচ্চশিক্ষার হাব৷ বিদেশি ছাত্র টানতে দেশে নয়া শিক্ষানীতি আনবে সরকার৷ নয়া প্রকল্পের নাম হবে স্টাডি ইন ইন্ডিয়া’’, ঘোষণা অর্থমন্ত্রীর৷ তিনি আরও বলেন, ‘‘উচ্চশিক্ষা ও গবেষণায় দিশা দেখাবে সরকার৷ ১ কোটি পড়ুয়াকে কারিগরি শিক্ষা দেওয়া হবে৷ চালু হচ্ছে নয়া লেবার কোড৷ ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে নয়া বোর্ড তৈরি করা হচ্ছে৷ স্টার্ট আপের জন্য টিভিতে হবে চ্যানেল৷’’ ইউজিসির ধাঁচে নয়া সংস্থার ঘোষণা সরকারের৷
সকাল ১১.৫০ মিনিট: গান্ধীবাদের প্রচারে ইউকিপিডিয়ার ন্যায় ‘গান্ধীপিডিয়া’ এবং ২ আগস্টের মধ্যে তা চালুর ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের৷ তিনি আরও জানালেন, মনরেগা-র সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনাকে জুড়ল সরকার৷ গ্রিন সড়ক প্রকল্পে জোড় দিচ্ছে কেন্দ্র৷ চাষের খরচ কমাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে৷
সকাল ১১.৪৮ মিনিট: জল সংরক্ষণে নয়া মন্ত্রক মোদি সরকারের৷ ২০২৪-এর মধ্যে প্রতি ঘরে পাণীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের৷ রাষ্ট্রীয় জল জীবন মিশন প্রকল্পের ঘোষণা অর্থমন্ত্রীর৷ তিনি জানালেন, দেশের ১৫৯২ ব্লকে জলস্তর করেছে৷ জলের উৎস খুঁজতে নয়া প্রকল্প আনতে চলেছে কেন্দ্র৷ ২৫৬ জেলায় হবে জলশক্তি অভিযান৷
সকাল ১১.৩০ মিনিট: অর্থমন্ত্রী বলেন, মহাকাশ গবেষণার বাণিজ্যকরণে নয়া সংস্থা আনছে মোদি সরকার৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২-এর মধ্যে দেশজুড়ে নয়া ১ কোটি ৯৫ লক্ষ বাড়ি তৈরি হবে৷ ওই বছরের মধ্যে প্রতি বাড়িতে দূষণহীন জ্বালানি ও বিদ্যুৎ পৌঁছে যাবে৷ মৎস্যজীবীদের সুরক্ষায় নয়া প্রকল্প আনছে কেন্দ্র৷
সকাল ১১.২৫ মিনিট: নির্মলা সীতারমণ জানান, সাহেবগঞ্জ ও হলদিয়াতে খোলা হবে রেলের ইউনিট৷ ক্ষুদ্র ব্যবসায়ীরাও এবার পেনশন পাবেন৷ সোশ্যাল স্টক এক্সচেঞ্জ চালু হবে৷ ‘এক দেশ এক গ্রেড বিদ্যুৎ’ প্রকল্প চালু হবে৷ মুদ্রা যোজনায় আরও তিন কোটি ঋণ দেওয়া হবে৷ ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সুপারিশ করলেন অর্থমন্ত্রী৷ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পদ্ধতির সরলীকরণ করা হচ্ছে৷
সকাল ১১.১৮ মিনিট: হলদিয়ায় হবে নতুন পণ্য পরিবহণ টার্মিনাল৷ বাজেটের শুরুতে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতামরণের৷ তিনি আরও জানান, আগামী ৪ বছরে গঙ্গায় পণ্য পরিবহণ চারগুণ বাড়বে৷ ফরাক্কা ও হলদিয়া বন্দরের উন্নয়ন করা হবে৷ কাজ শেষ হবে ২০২০-র মধ্যে৷ ২০৩০-এর মধ্যে রেলে ১৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে৷ মেট্রো রেলে ৩০০ কিলোমিটার নতুন সংযোগ পথ হবে৷
সকাল ১১.১০ মিনিট: অর্থমন্ত্রী আরও বলেন, ‘‘চাঁদে পৌঁছনোর দিকে এগোচ্ছে ভারত৷ মুদ্রা যোজনায় মানুষের উপকার হয়েছে৷ রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্মে জোর দেওয়া হয়েছে৷ জল প্রকল্প ও নদী সংস্কারে জোর দেওয়া হয়েছে৷ গত পাঁচ বছরে করক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে৷ বিমান পরিবহণ শিল্পে ভারত বৃহত্তম ক্ষেত্রে৷ আগামী দিনে এখানে আরও বিনিয়োগ হবে৷
সকাল ১১.০০ মিনিট: বাজের পেশ শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ জানালেন, নতুন ভারত গড়ার যে কাজ শুরু হয়েছে, তা পূর্ণ হবে৷ ‘মজবুত নাগরিক, মজবুত দেশ’ গড়ার কাজ শুরু হয়েছে৷ পেমেন্টের সংখ্যা বেড়েছে তিনগুণ৷ খাদ্য নিরাপত্তায় দ্বিগুণ বরাদ্দ হয়েছে৷ গত পাঁচ বছরে বিপুল আর্থিক সাফল্য পেয়েছে দেশ৷ সরকারি কাজ আরও সরল হবে৷ গত ৫ বছরে ২.৭ ট্রিলিয়ন ডলার অর্থনীতি হয়েছে৷ ৫ বছরে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে৷
[আরও পড়ুন: ইমরান-ট্রাম্প বৈঠকের আগে দাউদ-হাফিজ নিয়ে কড়া বার্তা ভারতের]
সকাল ১০.০০ মিনিট: বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ বাজেটকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷
সকাল ৯.৪০ মিনিট: শুরুতেই প্রথা ভাঙলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ ব্রিটিশ আমলের ব্রিফকেস প্রথার বিদায় ঘটিয়ে, লাল শালুতে মোড়া বহিখাতা নিয়ে লোকসভার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি৷ বাজেটের নাম বদলে করা হল ‘দেশ কা বহিখাতা’৷
সকাল ৯.৩০ মিনিট: বাজেটের আগেই চাঙ্গা শেয়ার বাজার৷ সেনসেক্স পৌঁছল ৪০ হাজার পয়েন্টে৷ ১২ হাজারের কাছাকাছি পৌঁছল নিফটি৷
সকাল ৯.১৫ মিনিট: সমস্ত অধিকারিকদের নিয়ে মন্ত্রকের বাইরে সাংবাদমাধ্যমের সামনে এলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর৷ সঙ্গে ছিলেন অর্থমন্ত্রকের সচিব এস সি গর্গ, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম৷
[আরও পড়ুন: আয়কর থেকে প্রতিরক্ষা, দ্বিতীয় মোদি সরকারের প্রথম বাজেটে থাকতে পারে এই চমকগুলি ]
সকাল ৯.০০ মিনিট: নিজ মন্ত্রকে পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ পুজো দিলেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর৷
Finance Minister Nirmala Sitharaman, MoS Finance Anurag Thakur, Finance Secretary S C Garg, Chief Economic Advisor Krishnamurthy Subramanian and other officials outside Finance Ministry. #Budget2019 to be presented at 11 am in Lok Sabha today pic.twitter.com/oCyrMSNg7N
— ANI (@ANI) July 5, 2019
Sensex at 40,027.21, up by 119.15 points. #Budget2019 pic.twitter.com/bPiscvNZsK
— ANI (@ANI) July 5, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.