Advertisement
Advertisement

‘প্রাণের চেয়েও প্রিয় দেশ’, পদত্যাগের জল্পনা উড়িয়ে বললেন জেনারেল বক্সি

সেনাপ্রধান মনোনীত না হলেও দেশের জন্য প্রাণ বাজি রাখতে পারি, কলকাতায় বললেন বক্সি

General Bakshi Junks Resignation Rumours
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 1, 2017 2:18 pm
  • Updated:January 1, 2017 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদত্যাগের জল্পনা উড়িয়ে দিলেন লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি৷ পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে ‘ইস্টার্ন আর্মি কম্যান্ড’কে নেতৃত্ব দেবেন বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি৷ সিনিয়র হলেও তাঁকে টপকে জেনারেল বিপিন রাওয়াতকে সেনাপ্রধান ও এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়াকে বায়ুসেনার প্রধান হিসাবে বেছে নেওয়ার ‘ক্ষুব্ধ’ লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি ভারতের সশস্ত্র বাহিনী থেকে পদত্যাগ করতে পারেন বলে গুজব রটেছিল৷ পদত্যাগের জল্পনা নেহাত সোশ্যাল মিডিয়ার ‘ট্রোল’ বলে উল্লেখ করে উড়িয়ে দেন লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি৷

তিনি বলেছেন, “দেশ ও দেশের সশস্ত্র বাহিনীর জন্য আজীবন আমার প্রাণের বাজি রাখতে পারি৷” কলকাতায় তাঁর অধীনস্ত সেনাবাহিনীর আধিকারিকদের সামনে এক বক্তৃতায় একথা জানিয়েছেন তিনি৷ সূত্রের খবর, জুনিয়র হওয়া সত্ত্বেও জেনারেল রাওয়াতকে ফোন করে অভিনন্দন জানিয়ে তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেনারেল বক্সি৷ সূত্রের খবর, তাঁর অবসর নেওয়ার কথা ২০১৭-র জুলাই মাসে৷ তবে অবসর নিলেও সেনাবাহিনীর কোনও গুরুত্বপূর্ণ পদে তাঁকে নিয়োগ করা হতে পারে বলে খবর মিলেছে৷

Advertisement

(৬০,০০০ কোটি টাকার রণসজ্জায় আরও শক্তিশালী ভারতীয় সেনা)

২০১৬-য় জেনারেল দলবীর সিং সুহাগের পর কাকে সেনাপ্রধান হিসাবে বেছে নেওয়া হবে সেই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে কেন্দ্র৷ সিনিয়রিটির বিচারে বক্সির ওই পদ পাওয়ার জল্পনা শুরু হয়৷ কিন্তু শেষ পর্যন্ত, গত ১৭ ডিসেম্বর পরবর্তী সেনাপ্রধান হিসাবে জেনারেল রাওয়াতকে বেছে নেয় কেন্দ্র৷ রাওয়াত গোর্খা রাইফেলস-এর ইনফ্যান্ট্রি অফিসার৷ অনুপ্রবেশ বিরোধী অভিযান ও উঁচু পার্বত্য অঞ্চলে শত্রুকে মাত দেওয়ায় তিনি দক্ষ৷ তাই তাঁর হাতে দেশের ১৩ লক্ষ সেনার দায়িত্ব তুলে দেওয়া হয়৷

জেনারেল বক্সি ছাড়াও সাদার্ন কম্যান্ডের আরেক সিনিয়র অফিসার লেফটেন্যান্ট জেনারেল পি এম হারিজও সেনাপ্রধান পদের দাবিদার ছিলেন৷ তিনিও রাওয়াতের চেয়ে ছয় মাসের সিনিয়র৷ যদিও নয়া সেনাপ্রধান জেনারেল রাওয়াত আশা করছেন, তিনি বক্সি ও হারিজ- দু’জনের কাছ থেকেই পূর্ণ সহযোগিতা পাবেন৷ এর পাশাপাশি, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর মিলেছে, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ করা হতে পারে জেনারেল বক্সিকে৷ এটি একটি নতুন ফোর স্টার জেনারেল পোস্ট, যেটি সরাসরি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কাজ করবে৷

(আমেরিকার ধাঁচে সেনাকে ঢেলে সাজানোই স্বপ্ন মোদির!)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement