Advertisement
Advertisement

Breaking News

শুভ্রা কুণ্ডুর সঙ্গে মনোজের বিতর্কিত ফুটেজ নিয়ে তদন্তে ইডি

ফুটেজে দিল্লির এক হোটেলের রিসেপশনে দেখা যায় ‘ম্যাডাম রোজভ্যালি’ ও ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে৷

Gautam Kundu’s wife Subhra spotted with ED officer, probe ordered
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 31, 2017 9:11 am
  • Updated:January 31, 2017 9:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রীর সঙ্গে ইডির শীর্ষকর্তার ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আসায় তীব্র অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি৷ ভিডিয়োটিতে ‘ম্যাডাম রোজভ্যালি’ ওরফে শুভ্রা কুণ্ডুর সঙ্গে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজ কুমারকে দিল্লির সুন্দরনগরের একটি হোটেলের রিসেপশনে দেখা যায়৷ তাঁরা দু’জনে ওই হোটেলের ২০৯ নম্বর রুমে ছিলেন বলে জানা গিয়েছে৷

 

Advertisement

যৌন কেলেঙ্কারিতে জড়াল পাঁচ প্রিমিয়ার লিগ ক্লাবের নাম

যদিও শুভ্রার সঙ্গে যোগাযোগ ও ঘনিষ্ঠতার কথা মঙ্গলবার অস্বীকার করেছেন মনোজ কুমার৷ তাঁর দাবি, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে৷ তদন্তের স্বার্থে তিনি শুভ্রার সঙ্গে দেখা করেছিলেন৷ অন্যদিকে ইডির তরফে বলা হয়েছে, “এটি গুরুত্বপূর্ণ মামলা৷ মনোজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করা হচ্ছে৷ বেশ কিছুদিন ধরেই মনোজের উপর নজর রাখা হচ্ছিল৷ অভিযোগ প্রমাণিত হলে তাঁকে কড়া শাস্তি দেওয়া হবে৷”

গরিবের স্বার্থেই কাজ করে চলেছে সরকার, প্রশংসা রাষ্ট্রপতির

মনোজ ইডি’র তরফে তদন্তের নোডাল অফিসার ছিলেন৷ এখনও পর্যন্ত রোজভ্যালি কাণ্ডে ইডি তেমন কোনও কড়া পদক্ষেপ না করায় বিভিন্ন মহলের অভিযোগ, ইডি’র ওই কর্তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছেন শুভ্রা৷ সম্প্রতি গৌতম কুণ্ডুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন শুভ্রা৷ ইতিমধ্যেই মনোজকে রোজভ্যালির সব মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট (ইডি)৷ সূত্রের খবর, তাঁকে সাসপেন্ড করা হতে পারে কিংবা শুল্ক দফতরে সরিয়ে দেওয়া হতে পারে৷

এবার শৌচালয় ব্যবহার করলেই মাসে উপার্জন ২৫০০ টাকা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement