সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে পাহারারত সেনা জওয়ানদের জন্যই তো গোটা দেশ নিশ্চিন্তে থাকতে পারে। তাই আমাদের কী উচিত নয় সেই সব জওয়ানদের ধন্যবাদ জানানো। ফের একবার এভাবেই ভারতীয় সেনার হয়ে ব্যাট ধরলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ও ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর। সোমবার একটি বেসরকারি রেডিও চ্যানেলের উদ্যোগে নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানেই সেনার পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি যাঁরা এখনও সেনার সমর্থনে দাঁড়াবেন কিনা এই নিয়ে ভাবনাচিন্তায় মগ্ন, তাঁদেরও জড়তা কাটিয়ে এগিয়ে আসার ডাক দেন। ভিডিও পোস্ট করার পাশাপাশি টুইটে লেখেন, ‘আমি নিজের ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছি। আর আপনারা?’
এদিন প্রকাশিত ভিডিও দেখা যায়, মুখে কালো কাপড় বেঁধে দিল্লির এই ব্যাটসম্যান কয়েকটি প্লাকার্ডে লিখে নিজের বার্তা দিচ্ছেন। তাতে বলা হয়েছে, ‘এটা হল জড়তার কাপড়। এটা আপনার মুখেও বাঁধা আছে। প্রমাণ করব? আপনি কী আমাদের জওয়ানদের ভালবাসেন? শ্রদ্ধা করেন? চলতে চলতে হঠাৎ একজন জওয়ানকে তাঁর উর্দিতে দেখেন, তখন কি তাঁকে ধন্যবাদ জানান? উত্তর যদি ‘না’ হয়, তাহলে আমার প্রশ্ন কেন জানান না? আসলে এটাই হল সেই জড়তা।’ এরপরেই নিজের মুখের কালো কাপড় খুলে ফেলেন গম্ভীর। পাশাপাশি জানান, তাঁর সেই জড়তা নেই। এখানেই শেষ নয়, এরপর থেকে জওয়ানদের পাশে দাঁড়ানোর আহ্বান দেন তিনি। বলেন, ‘উর্দিতে কোনও জওয়ানকে দেখলেই এবার থেকে তাঁর সঙ্গে হাত মিলিয়ে ধন্যবাদ জানাবেন। সেলফি তুলবেন। কারণ জওয়ানরাই আমাদের দেশের আসল হিরো।’
I have stepped out of my crease. Will you? @FeverFMOfficial @majorgauravarya @narendramodi @PMOIndia #BharatPositive pic.twitter.com/h8WZSJqCgx
— Gautam Gambhir (@GautamGambhir) May 29, 2017
এর আগে বহুবার ভারতীয় সেনার সমর্থনে মুখ খুলেছেন জাতীয় দল থেকে ব্রাত্য থাকা এই বাঁ-হাতি ব্যাটসম্যান। এমনকী সুকমায় মাওবাদী হামলায় শহিদ সিআরপিএফ জওয়ানদের সন্তানদের পড়াশুনার খরচও বহন করছে তাঁর সংস্থা গৌতম গম্ভীর ফাউন্ডেশন। শুধু তাই নয়, উপনির্বাচনের সময় এক জওয়ানকে যখন এক কাশ্মীরি যুবক লাথি মেরেছিল, তখনও উষ্মা প্রকাশ করেছিলেন গৌতি। টুইট করে লিখেছিলেন, ‘আমার সেনার গায়ে একটি চড় পড়লে ১০০ জন জিহাদির প্রাণ নিয়ে নেওয়া উচিত। যাদের স্বাধীনতা চাই তারা এখনই দেশ থেকে বেরিয়ে যেতে পারে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.