Advertisement
Advertisement

Breaking News

Kashmir

গৌতম গম্ভীরকে খুন করার হুমকি দিল ISIS Kashmir, পুলিশের দ্বারস্থ বিজেপি সাংসদ

গম্ভীরের বাসভবনের সামনে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন।

Gautam Gambhir has approached the Delhi Police, alleging he has received death threats from 'ISIS Kashmir' | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:November 24, 2021 10:40 am
  • Updated:November 24, 2021 10:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে খুন করার হুমকি দিল জঙ্গি সংগঠন ‘ISIS Kashmir’। ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর।

[আরও পড়ুন: আমেরিকার বিপর্যয়ে পোয়াবারো চিনের, বহুমূল্য খনিজের সন্ধানে আফগানিস্তানে হাজির চিনারা]

জেহাদি সংগঠনের হুমকি পাওয়ার পরই দিল্লির পুলিশের দ্বারস্থ হয়েছেন গম্ভীর বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। দিল্লি পুলিশির ডিসিপি শ্বেতা চৌহানকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি জানিয়েছে, পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ গম্ভীরের নিরাপত্তা বাড়িয়ে তোলা হয়েছে। তাঁর বাসভবনের সামনে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, ‘আইএসআইএস কাশ্মীর’-এর তরফে হুমকি ইমেল পেয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন গম্ভীর।

উল্লেখ্য, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের ইসলামিক স্টেটের একটি শাখা সংগঠন আইএস কাশ্মীর৷ জম্মু ও কাশ্মীর, কেরলম উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে সক্রিয় ইসলামিক স্টেট। ২০১৯ সালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের কাশ্মীরের কমান্ডার ইশাক সফি ওরফে আবদুল্লা ভাই৷ ইশাক সফি উপত্যকায় ‘ইসলামিক স্টেট জম্মু-কাশ্মীর’-এর (আইএসজেকে) একমাত্র সক্রিয় সদস্য ছিল৷ সংগঠনটির প্রধান কুখ্যাত জঙ্গি জাকির মুসাকেও কয়েকদিন পর কাশ্মীরের ত্রালে নিকেশ করে ভারতীয় সেনাবাহিনী৷

বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের অধিকারে থাকা দুই কাশ্মীরকেই তারা খিলাফতের অধীনে আনতে চায়৷ খিলাফত মানে, হানাফি বা সালাফি মতাবলম্বী ধর্মগুরুর নেতৃত্বে থেকে কঠোর ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠা৷ খিলাফত জাতীয়তাবাদের বা কোনও দেশের আবেগের কোনও জায়গা নেই৷ খিলাফত মানে শুধুই কঠোর ইসলামিক অনুশাসন৷ সেটাই দেশ অর্থাৎ ইসলামিক সাম্রাজ্য৷

[আরও পড়ুন: বিতর্কের কেন্দ্রে এস-৪০০ মিসাইল সিস্টেম, রুশ ক্ষেপণাস্ত্র নিয়ে টানাপোড়েন ভারত-আমেরিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement