সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারী শুরুর পর থেকেই তৈরি হয়েছিল সম্ভাবনা। অবশেষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) সরিয়ে এশিয়ার ধনীতম ব্য়ক্তির শিরোপা পেলেন গৌতম আদানি (Gautam Adani)।
ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স অনুযায়ী, সোমবার পর্যন্ত ৫৯ বছরের আদানির সম্পত্তির মোট পরিমাণ ৮৮.৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা ৬ লক্ষ ৬১ হাজার কোটি ৪১ লক্ষ ২৭ হাজার ১৫০ টাকা)। আম্বানির ক্ষেত্রে তা ৮৭.৯ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা ৬ লক্ষ ৫৬ হাজার কোটি 88 লক্ষ ৯০ হাজার ৬০ টাকা)। অর্থাৎ ১২ বিলিয়ন ডলার তথা ৫ কোটি টাকারও বেশি ব্যবধানে ব্যবধানে আম্বানিকে হারিয়ে এশিয়ার ধনী ব্যক্তির শিরোপা পেলেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী।
গত বছরের সেপ্টেম্বরের হিসেবেই দেখা গিয়েছিল সম্পত্তির পরিমাণে আম্বানির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আদানি। ‘আইআইএফএল ওয়েলথ হুরান ইন্ডিয়া’ প্রকাশিত দেশের শীর্ষস্থানীয় ১০ জন ধনকুবেরদের নয়া তালিকায় সেই সময় দুই নম্বরে থাকলেও দেখা গিয়েছিল ২০২১ সালে আদানির সম্পদের পরিমাণ বেড়েছে ২৬১ শতাংশ! দেশের ধনকুবেরদের তালিকায় তাঁর উত্থান আগের সমস্ত পরিসংখ্যানকে অনেক পিছনে ফেলে দিয়েছিল সেই সময়। তখন থেকেই ওয়াকিবহাল মহলের একাংশের দাবি ছিল, আম্বানিকে টপকে যেতে আর খুব বেশি সময় লাগবে না আদানির। শেষ পর্যন্ত সেই সম্ভাবনাই সত্যি হল।
নতুন বছরের গোড়াতেই একটি মাস্টারস্ট্রোক নেন আদানি। ধনকুবেরের মুকুটে যুক্ত হয় নয়া পালক। জানা যায়, রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসিকে (NTPC) দশ লক্ষ টন ‘থার্মাল কোল’ (Thermal Coal) জোগান দেবে আদানির সংস্থা। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত কয়লা আমদানিকারক হিসাবে এক নম্বরে এমনিতেই রয়েছে আদানি গোষ্ঠী। কিন্তু বছরের শুরুতেই ওই বরাত মেলায় রাতারাতি সম্পত্তির গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হয় আদানির। অবশেষে ফেব্রুয়ারিতে এসে আম্বানিকে টপকে গেলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.